ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উপজেলা পরিষদ আইনের সংশ্লিষ্ট ধারা কেন বাতিল নয় : আদালত

প্রকাশিত: ২৩:৪৫, ৩০ মার্চ ২০১৬

উপজেলা পরিষদ আইনের সংশ্লিষ্ট ধারা কেন বাতিল নয় : আদালত

স্টাফ রিপোর্টার ॥ উপজেলা পরিষদ সংশোধন আইন-২০১১ এর যে ধারায় চাপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার চেয়ারম্যান বাইরুল ইসলামকে বরাখাস্ত করা হয়েছিল সেই ধারাটি কেন বাতিল করা হবে না জানতে চেয়েছেন হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাফিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। সেই বাইরুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ স্থগিত করেন আদালত। এই আদেশের ফলে চেয়ারম্যান পদ আবারো ফিরে পেলেন বাইরুল ইসলাম। আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও গাজী কামরুল ইসলাম সজল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
×