ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মৌলভীবাজার চেম্বারের রাজস্ব সংলাপ

প্রকাশিত: ০৪:২৭, ৩১ মার্চ ২০১৬

মৌলভীবাজার চেম্বারের রাজস্ব সংলাপ

জাতীয় রাজস্ব বোর্ডের দিকনির্দেশনা ও কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল-সিলেটের পূর্বনির্ধারিত কর্মসূচীর আওতায় সম্প্রতি দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্টিজের কার্যালয়ে সদস্যগণের সঙ্গে কর অঞ্চল-সিলেটের কর কমিশনার মোঃ মাহমুদুর রহমানের রাজস্ব সংলাপ অনুষ্ঠিত হয়। উক্ত রাজস্ব সংলাপে মৌলভীবাজার চেম্বারের সভাপতি কামাল হোসেন, পরিচালক মাহিন দে, সৈয়দ মুনিম আহমদ রিমন, মোঃ নুরুল ইসলাম কামরান, মোঃ রুমেল আহমদ, শওকত হাসান খান এলিনসহ অন্য সদস্যবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় অন্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত রাজস্ব সংলাপে কর কমিশনার মহোদয় বলেন, কর অঞ্চল-সিলেট আধুনিক ও জনবান্ধব কর ব্যবস্থাপনার মাধ্যমে কর অঞ্চল-সিলেট এর অধিক্ষেত্রাধীন করদাতাগণের নিকট হতে প্রযোজ্য সঠিক আয়কর আহরণের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি উপস্থিত সদস্যবৃন্দকে সময়মতো রিটার্ন দাখিল এবং সঠিক কর প্রদানের মাধ্যমে দেশ গঠনে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান এবং করদাতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত চলমান জরিপ কার্যক্রমকে সাফল্য ম-িত করার জন্যও সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। -বিজ্ঞপ্তি। ব্রিটেন থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে টাটা ব্রিটেন থেকে সকল ধরনের ব্যবসা গুটিয়ে নিচ্ছে ভারতের টাটা স্টিল কোম্পানি। গত মঙ্গলবার রাতে এক বিবৃতিতে কোম্পানির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে বলে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে। আনন্দবাজারের এক খবরে বলা হয়েছে, পোর্ট ট্যালবটসহ ব্রিটেনের সমস্ত ব্যবসা বন্ধ করে দেয়া হচ্ছে। এর ফলে প্রায় ১৫ হাজার কর্মীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। জানা গেছে, কয়েক মাস ধরেই ভাল চলছিল না পোর্ট ট্যালবটের কারখানাটি। ওই কারখানায় প্রায় ৪ হাজার শ্রমিক কাজ করেন। কারখানাটি ফের চালু করার বিষয়ে মঙ্গলবার ভারতে মালিক পক্ষের সঙ্গে বৈঠক করেন কারখানার শ্রমিক নেতারা। সেই দলে ছিলেন লেবার পার্টির এমপি স্টিফন কিনকও। কিন্তু টাটার পক্ষ থেকে কোন আশার বাণী শোনানো হয়নি নেতাদের। উল্লেখ, ২০০৭ সালে এই কারখানাটি অধিগ্রহণ করেছিল টাটা গোষ্ঠী। -অর্থনৈতিক রিপোর্টার ফেডের মন্তব্যে চাঙ্গা এশিয়ার পুঁজিবাজার সুদের হার বাড়ানো নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের মন্তব্যে সমর্থন জানিয়েছে এশিয়ার পুঁজিবাজার। বুধবার ইতিবাচক ধারায় লেনদেন করেছে এ অঞ্চলের অধিকাংশ বাজার। বিবিসি এক খবরে জানিয়েছে, মার্কিন সুদের হার বাড়ানোর আগে ফেডকে সার্বিক বিষয় সতর্কভাবে দেখা উচিতÑ কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জ্যানেট ইয়েলের এমন মন্তব্যের পর এশিয়ার পুঁজিবাজার ইতিবাচক ধারায় লেনদেন করে। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার আবারও বাড়ছে কি না তার ওপর গত কয়েকদিন ঝিমিয়ে পড়ে এশিয়ার বাজার। এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনাস্থা কাজ করে। ফেড চেয়ারম্যানের ইতিবাচক মন্তব্যে বুধবার চীনের বেঞ্চমার্কে সাংহাই কম্পোজিট সূচক ২.৫৯ শতাংশীয় পয়েন্ট বেড়ে যায়। বিকেলের দিকে লেনদেন করে ২ হাজার ৯৯৬ পয়েন্টে। আর হংকংয়ের বেঞ্চমার্কে হ্যাংসেং সূচক ১.৭১ শতাংশীয় পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭১৪ পয়েন্টে লেনদেন শেষ করে। -অর্থনৈতিক রিপোর্টার
×