ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাল মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘মন জানে না মনের ঠিকানা’

প্রকাশিত: ০৪:৩১, ৩১ মার্চ ২০১৬

কাল মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘মন জানে না মনের ঠিকানা’

স্টাফ রিপোর্টার ॥ মৌসুমী, ফেরদৌস ও পরীমনি অভিনীত চলচ্চিত্র ‘মন জানে না মনের ঠিকানা’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছে প্রিয়জন কথাচিত্র। চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, ফেরদৌস, আফজাল শরীফ, শহিদুল আলম সাচ্চু, শামস সুমন, শিরিন শীলা, সাজ্জাদ, তানভীরসহ আরও অনেকে। পরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেন, চলতি বছর ভালবাসা দিবসে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে দুটি গানের দৃশ্যধারণ বাকি থাকায় এটি মুক্তি দেয়া সম্ভব হয়নি। তিনি আরও জানান চলচ্চিত্রের গল্পে দেখা যাবে, যমজ দুই বোন। একজনের শরীর অন্যজনের সঙ্গে লাগানো। কিশোরী এ দুই বোনের গন্তব্য ও যাতায়াত সবই একসঙ্গে। একদিন এক লোক খুন হয়। এ নিয়ে একটি হত্যা মামলাও হয়। খুনী কে? সন্দেহের তীর আসে এক বোনের দিকে। আর অন্য বোন মামলার প্রত্যক্ষদর্শী। মামলায় এক বোনকে খুনী হিসেবে দোষী সাব্যস্ত করে আদালত। কিন্তু জোড়া বোনের একজন তো নির্দোষ। তবে তাকে কেন যেতে হবে জেলে? এমনই এক গল্প নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘মন জানে না মনের ঠিকানা’। এ চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদী পরিচালক। তিনি বলেন, গল্পের জন্য দর্শকরা চলচ্চিত্রটি দেখবেন। তাছাড়া সম্প্রতি পরিমনীও আলোচিত অভিনেত্রী। তার জন্য চলচ্চিত্রটি দর্শকরা পছন্দ করবেন। এ ছাড়া মৌসুমী ফেরদৌসের মতো অভিনয় শিল্পীদেরও একটা ডিমান্ড আছে। সব মিলে চলচ্চিত্রটি দর্শকদের অন্যরকম বিনোদন দেবে বলে আশা করেন তিনি।
×