ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ময়নার চর’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

প্রকাশিত: ০৪:৩২, ৩১ মার্চ ২০১৬

‘ময়নার চর’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ শোষিত আর শোষকের মধ্যে চিরাচরিত সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে ‘ময়নার চর’ নাটকে। যেখানে নির্যাতিত হচ্ছে পরীবানু আর সেতারাদের মতো গ্রাম্য নারী। জোতদারদের ভাড়াটে লাঠিয়ালের অত্যাচারে নদীর চর লাল হচ্ছে শতশত দিনমজুরদের রক্তে। প্রতিবাদ জানাচ্ছে সর্বহারা হাবিজুদ্দিন পাগলার মতো মানুষ। ওদের হাতে অস্ত্র তুলে দেয় ময়নার মতো মেয়েরা। রক্তক্ষয়ী সংগ্রামে মুহুর্তে শেষ হয়ে যায় অগণিত মানুষের জীবন। কিন্তু জেগে থাকে সুখ আর সংগ্রামের রেখা। যারা বেঁচে থাকে তারা দেখে ভবিষ্যতের সুখস্বপ্ন। ময়নার কাছ থেকে দীক্ষা নিয়ে তারা আগামীর পথে পাড়ি জমায়। এভাবেই এগিয়ে যায় নাটকটি। অনুরাগ থিয়েটারের প্রযোজনায় ‘ময়নার চর’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে রবিবার সন্ধ্যায়। আবদুল হাই দুর্বারের রচনা থেকে প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন নাসির আহমেদ। প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদেকুর রহমান সাদেক, দেলোয়ার হোসেন লিটন, জাহাঙ্গীর আলম, মোবারক হোসেন, দাদু সিরাজ, জগলুল হায়দার, আমিনুল ইসলাম, মীর মিজানুর রহমান, প্রেপ্রেম নাথ রায়, নিজাম নূর, নীরা হোসেন প্রমুখ।
×