ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে শিশু ধর্ষিত ॥ গ্রেফতার এক

প্রকাশিত: ০৪:৪০, ৩১ মার্চ ২০১৬

না’গঞ্জে শিশু ধর্ষিত ॥ গ্রেফতার এক

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩০ মার্চ ॥ নারায়ণগঞ্জ শহরের শহীদনগর এলাকায় বুধবার ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় এলাকাবাসী ধর্ষক দুলালকে (৪০) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঘটনার প্রতিবাদে ও ধর্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। ধর্ষিতার পরিবারের অভিযোগ, টাকার প্রলোভন দেখিয়ে দুলাল শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। ডিগ্রী পাস পরীক্ষার সময় পরিবর্তন নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৩০ মার্চ ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষা আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য রাষ্ট্রবিজ্ঞান/উদ্ভিদবিজ্ঞান/ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং ৪র্থ পত্রের পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত দুপুর ২টার পরিবর্তে ওই দিন (১০ এপ্রিল) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। বরিশাল ভার্সিটি শিক্ষক সমিতি ॥ সম্পাদকসহ পদত্যাগ ৪ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ চারজন বুধবার সকালে পদত্যাগ করেছেন। সমিতির সভাপতি আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সমিতির কার্যকরী পরিষদের সাধারণ সভা মঙ্গলবার মধ্যরাতে শেষ হওয়ার পর সম্পাদক পদত্যাগপত্র দিয়েছেন। এছাড়া সদস্য রাসেদ মোশারফ, সাদিকুর রহমান ও সঞ্জয় কুমার পদত্যাগ করবেন বলে মৌখিকভাবে জানিয়েছেন। এরা সবাই ব্যক্তিগত সমস্যা দেখিয়ে পদত্যাগ করেছেন বলেও তিনি (আরিফ) উল্লেখ করেন। জাটকা জব্দ ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার নতুন হাট এলাকায় বুধবার সকালে টেম্পোতে তিনটি ড্রাম বোঝাই ১০ মণ জাটকা জব্দ করা হয়েছে। পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার আফরোজা বেগম পারুল অভিযান পরিচালনা করেন। দেয়াল পত্রিকার উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ৩০ মার্চ ॥ বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠ অভ্যাস উন্নয়ন কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বিকেলে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দেয়াল পত্রিকার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে ওই দেয়াল পত্রিকা ‘অগ্নিঝরা মার্চ’-এর উদ্বোধন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ এস এম রায়হানা সাদেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রোগ্রাম অফিসার নূরে আলম সিদ্দিকী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোতাহার হোসাইন। বরিশালে ব্যালট পেপার উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নির্বাচনের আটদিন পর পরিত্যক্ত অবস্থায় বুধবার দুপুরে মুড়িসহ ৯৭টি ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঘটকের চর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পেছনের একটি শুকিয়ে যাওয়া ডোবার মধ্য থেকে মুড়িসহ ব্যালটগুলো উদ্ধার করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভা নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৩০ মার্চ ॥ পার্বত্য চট্টগ্রামে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষে বুধবার রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোক্তাদির এমপি। উবায়দুল মোক্তাদির বলেন, পার্বত্যাঞ্চলের উন্নয়নের জন্য এই কমিটি কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব সরকারের নিকট তুলে ধরেছেন। প্রস্তাবনার মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত ও কাপ্তাই লেকে ড্রেজিং করা ইত্যাদি। সরকার পাহাড়ের বিদ্যুত সমস্যা সমাধানের জন্য ইতোমধ্যে ১ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। এছাড়া রাঙ্গামাটিতে শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদে শিক্ষক নিয়োগ ও স্বাস্থ্য বিভাগের উন্নয়নের কথা সুপারিশে বলা হয়েছে।
×