ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যান্ত্রিক ত্রুটি ও লাগেজ বার বার স্ক্যানিং করায় শাহজালালে সিডিউল বিপর্যয়

প্রকাশিত: ০৮:৪৩, ৩১ মার্চ ২০১৬

যান্ত্রিক ত্রুটি ও লাগেজ বার বার স্ক্যানিং করায় শাহজালালে সিডিউল বিপর্যয়

স্টাফ রিপোর্টার ॥ যান্ত্রিক ত্রুটি ও লাগেজ বার বার স্ক্যানিং করায় বিমানের দুটো ফ্লাইট চার ঘণ্টা বিলম্ব হয়েছে। বুধবার এ দুটো ফ্লাইটে বিঘœ ঘটায় ভেঙ্গে পড়ে সারাদিনের সিডিউল। জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি বিকল হয়ে পড়ায় বিপর্যয়ের কবলে পড়ে ফ্লাইট সিডিউল। বুধবার সকাল পৌনে ৯টায় যাত্রী নিয়ে এয়ারক্রাফটির ব্যাংককের উদ্দেশে রওনা দেয়ার কথা ছিল। তিন ঘণ্টা পর সেটা ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। এদিকে লাগেজ স্ক্যানিং মানসম্মত না হওয়ায় দ্বিতীয়বার স্ক্যানিং করায় ঢাকা-লন্ডনের সরাসরি ফ্লাইট চার ঘণ্টা বিলম্ব হয়। সকাল দশটার ফ্লাইট দুপুর দুটোর সময় ঢাকা ছাড়ে। বিমান সূত্র জানায়, সকাল দশটায় ওই ফ্লাইটের তিন শতাধিক যাত্রী উড়োজাহাজে ওঠার পর জানতে পারে সব লাগেজ আবার স্ক্যানিং করা হবে। ব্রিটিশ টিম বিমানবন্দরের নিচতলায় লাগেজ বেল্টে গিয়ে দেখতে পায় সিভিল এ্যাভিয়েশানের কর্মচারীরা যেভাবে স্ক্যান করেছে তা মানসম্মত হয়নি। এ খবর পেয়ে ক্ষু¦ব্ধ হন বৃটিশ ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট প্রতিনিধি জন লাভসে। তিনি তাৎক্ষণিক লন্ডন ফ্লাইটের সব লাগেজ আবার স্ক্যান করার নির্দেশ দেন। বিমান বাধ্য হয়েই সব লাগেজ আবার স্ক্যান করে। এতে তিন ঘণ্টা লেগে যায়। এ সময অপেক্ষারত যাত্রীদের ফ্লাইট বিলম্বের খবর না দিয়ে অনিশ্চিতভাবে বসিয়ে রাখা হয়। এদিকে বোয়িং ৭৩৭ টেক অফ পয়েন্টে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ায় সিডিউল মোতাবেক সকাল ৯টায় রওনা হতে পারেনি বিমানের ব্যাংকক ফ্লাইট। পরে অপর একটি ৭৩৭ দিয়ে ওই ফ্লাইট পরিচালনা করা হয়।
×