ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে ১৮ ইউপিতে উৎসব মুখরভাবে ভোট গ্রহন শুরু

প্রকাশিত: ১৮:১৮, ৩১ মার্চ ২০১৬

মুন্সীগঞ্জে ১৮ ইউপিতে উৎসব মুখরভাবে ভোট গ্রহন শুরু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে আজ বৃহস্পতিবার ১৮টি ইউপির ১৬৬টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়েছে। শ্রীনগর উপজেলার ১৪টি এবং সিরাজদিখান উপজেলার ৪টি ইউনিনে চলছে এই ভোট উৎসব। ১শ’ কেন্দ্রই অধিক ঝুকিপূর্ণ ও ৫৬টি কেন্দ্র ঝুকপূর্ণ চিহ্নিত করে ব্যাপক নিরাপত্তা বলায় তৈরী করা হয়েছে। ১৮টি ইউনিয়নে ১৬৬ জন বিজিবি, ৫১ জন র‌্যাব, ৯৩৬ পুলিশ সদস্য এবং ২ হাজার ৮৫০ জন আনসার দায়িত্ব পালন করবে। এছাড়াও ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুই ইউএনও এবং তিন এডিসি মাঠে রয়েছে। ব্যাপক নিরাপত্তা বলয়ের কারণে এলাকায় উৎসব আমেজ বিরাজ করছে। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পবিত্র ভোটাধিকার প্রয়োগ করছে লম্বা লাইনে দাড়িয়ে। ১৮টি ইউপিতে ৬৭৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৬৪ জন। ইতোমধ্যেই শ্রীনগরের উপজেলার ষোলঘর এবং সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সহকারী পুলিশ সুপার মো. শামসুজ্জামান জানান, গত কয়েক দিনের নির্বাচন পূর্ব সহিসংসতার ঘটনায় শ্রীনগর থানায় ১২টি মামলা হয়েছে। এসকল মামলায় অর্ধশতাধিক লোককে আসামী করা হয়েছে। আগেই কাঠোর অবস্থান নেয়ায় ভোট হচ্চে শান্তি পূর্ণ।
×