ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে ভোট গ্রহনের দেড় ঘন্টার মধ্যেই জাসদ প্রার্থীর নির্বাচন বর্জন

প্রকাশিত: ১৮:১৯, ৩১ মার্চ ২০১৬

দৌলতপুরে ভোট গ্রহনের দেড় ঘন্টার মধ্যেই জাসদ প্রার্থীর নির্বাচন বর্জন

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর ॥ দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুষ্টিয়ার দৌলতপুরে আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল, এজেন্টদের বের করে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দেওয়া, জাসদের প্রার্থীকে গুলি করতে যাওয়া সহ বেশ কিছু অভিযোগে উপজেলার খলিষাকুন্ডি ইউনিয়নে জাসদ প্রার্থী সাবের আলী (মশাল) নির্বাচন বর্জন করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। অপরদিকে আজ সকাল সাড়ে ৮টার সময় দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নে আওয়ামীলীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আধাঘন্টা ও মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ২০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে। এ উপজেলায় ১৪ ইউনিয়নে ১৩৫টি কেন্দ্র ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সবগুলো কেন্দ্রকেই ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বিশেষ পদক্ষেপ গ্রহন করেছেন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। মোট বুথ রয়েছে ৮০০টি। প্রতি দুই ইউনিয়নে একজন করে মোট ৭ জন কর্মকর্তাকে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে। মোট ভোটার সংখ্যা ৩২৭১২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৮৫ জন ও নারী ভোটার রয়েছেন ১ লাখ ৬৪ হাজার ১৪০ জন।
×