ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে ভোট কেন্দ্রের বাইরে গোলাগুলি

প্রকাশিত: ২০:০৬, ৩১ মার্চ ২০১৬

মুন্সীগঞ্জে ভোট কেন্দ্রের বাইরে গোলাগুলি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউপির মাসুরগাঁও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ভাংচুর হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাকা গুলি করেছে। আতঙ্কে ভোটরা দ্বিকদ্বিক ছুটাছুটি করে নিরাপদ আশ্রয় নেয়। তবে কেন্দ্রটিতে ভোটার সংখ্যা কম, কিন্তু ভোট গ্রহন চলছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম শওকত আলম মজুমদার জানান, ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‌্যাব অবস্থান করছে। ভোট গ্রহন সচল রয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রেহী প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্রেটির বাইরে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে এই ঘটনা ঘটে। এর আগে পাশের কুকুটিয়া ইউপির নাগেরভোগ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বেলা পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে ভোট গ্রহন চলছে। শ্রীনগর উপজেলার ১৪টি এবং সিরাজদিখান উপজেলার ৪টি ইউনিনের ১৮টি ইউপির ১৬৬টি কেন্দ্রে ভোট গ্রহন চলছে। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পবিত্র ভোটাধিকার প্রয়োগ করছে লম্বা লাইনে দাড়িয়ে। প্রশাসন কাঠোর অবস্থান নেয়ায় ভোট হচ্চে শান্তি পূর্ণ হচ্ছে।
×