ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিপিবি-বাসদের ‘রেল রক্ষা অভিযাত্রা’ শুরু

প্রকাশিত: ০১:০৮, ৩১ মার্চ ২০১৬

সিপিবি-বাসদের ‘রেল রক্ষা অভিযাত্রা’ শুরু

স্টাফ রিপোর্টার ॥ রেল বাঁচাতে ‘রেল রক্ষা অভিযাত্রা’ শুরু করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। বৃহস্পতিবার কমলাপুর রেলস্টেশনে এই কর্মসূচীর উদ্বোধনী সমাবেশে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, সাশ্রয়ী, পরিবেশবান্ধব রেলকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের স্বার্থেই সাধারণ মানুষের বাহন রেল বাঁচাতে হবে। এজন্য সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সমাবেশে আরো বক্তব্য রাখেন বাসদ-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা খালেকুজ্জামান লিপন। সমাবেশে সেলিম আরো বলেন, পণ্য পরিবহন ও যাতায়াতের জন্য সাধারণ মানুষ এখনো রেলের ওপর নির্ভরশীল। রেল বাঁচাতে সরকারের যেন কোনো দায় নেই। রেলের উন্নয়ন দূরে থাক, পরিকল্পিতভাবেই রেলকে ধ্বংস করা হচ্ছে। রেল ধ্বংসের জন্য ভুল নীতি আর লুটপাটই প্রধানত দায়ি। রেলের বরাদ্দ লুটপাট হয়ে যাচ্ছে। রেলের জায়গা দখল হয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারতে রেলের ভাড়া তুলনামূলকভাবে কম হলেও, সেখানে রেল লাভজনক। আমাদের দেশেও রেলের বর্তমান ভাড়া কমিয়েই রেলকে লাভজনক করা সম্ভব। তার জন্য রেলের নীতি বদলাতে হবে, সেই সঙ্গে লুটপাট আর দুর্নীতি দূর করতে হবে। উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল পর্যন্ত সিপিবি-বাসদ-এর ‘রেল রক্ষা অভিযাত্রা’ চলবে। কমলাপুর থেকে নারায়ণগঞ্জ, ঈশ্বরদী থেকে সৈয়দপুর, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকে নেত্রকোণা, সিলেট থেকে শায়েস্তাগঞ্জ, চট্টগ্রাম থেকে কুমিল্লা, চট্টগ্রাম থেকে দোহাজারী, চট্টগ্রাম থেকে হাটহাজারী, রাজশাহী থেকে ঈশ্বরদী, রাজশাহী থেকে চাপাইনবাবগঞ্জ, খুলনা থেকে ঈশ্বরদী, লালমনিরহাট থেকে গাইবান্ধা, বগুড়া থেকে সিরাজগঞ্জ, দিনাজপুর থেকে জয়পুরহাট, ফরিদপুর থেকে রাজবাড়ীসহ বিভিন্ন রুটে সিপিবি-বাসদ-এর ‘রেল রক্ষা অভিযাত্রা’ অনুষ্ঠিত হবে।
×