ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রিজার্ভ চুরি : ৪৬ লাখ ডলার ফেরত দিলেন কিম অং

প্রকাশিত: ০১:২০, ৩১ মার্চ ২০১৬

রিজার্ভ চুরি : ৪৬ লাখ ডলার ফেরত দিলেন কিম অং

অর্থনৈতিক রিপোর্টার ॥ রিজার্ভের চুরি যাওয়া অর্থের ৪৬ লাখ ডলার ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল-'এএমএলসি'কে ফেরত দিয়েছেন অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিম অং। দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল- এএমএলসিকে এই অর্থ ফেরত দিয়েছেন কিম। ফিলিপিন্সের সংবাদ মাধ্যমে ম্যানিলা বুলেটিন এ তথ্য জানিয়েছে। এর আগে বুধবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ৩ কোটি ১০ লাখ ডলার ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ফিলিপিন্স সিনেটের প্রেসিডেন্ট রালফ রেক্টো। এছাড়াও কিম অংয়ের আরেক প্রতিষ্ঠান ইস্টার্ন হাওয়াই লেজার কোম্পানিতে আরো পাচার হওয়া অর্থের এক কোটি ডলার রয়েছে বলে জানিয়েছেন এই চীনা ব্যবসায়ী। অর্থ পাচারের এ ঘটনা তদন্তে আগামী ৫ এপ্রিল পরবর্তী সিনেট শুনানির তারিখ ধার্য করা হয়েছে।
×