ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লিটারে ১৮ টাকা দাম কমল ফার্নেস অয়েলের

প্রকাশিত: ০৩:৩৪, ৩১ মার্চ ২০১৬

লিটারে ১৮ টাকা দাম কমল ফার্নেস অয়েলের

অনলাইন রিপোর্টার ॥ ফার্নেস অয়েলের দাম লিটার প্রতি ৬০ টাকা থেকে কমিয়ে ৪২ টাকা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে নতুন এই মূল্য কার্যকর হবে। বৃহস্পতিবার বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ থেকে প্রকাশিত এক গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তেলের দাম কমানোর বিষয়ে আলোচনা হয়। ফার্নেস অয়েলের দাম কমালেও অন্য সব জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে কোনো ঘোষণা আসেনি। বিশ্ব বাজারে গত দেড় বছর ধরে তেলের দরপতন চলার কারণে দেশের বাজারে সব ধরনের জ্বালানির দাম কমানোর দাবি ওঠে। সর্বশেষ ২০১৩ সালে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয়ের সময় বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। সেই দর অনুযায়ী বর্তমানে প্রতি লিটার অকটেন ৯৯ টাকা, পেট্রোল ৯৬ টাকা এবং কেরোসিন ও ডিজেল ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। আর বৃহস্পতিবার পর্যন্ত ফার্নেস অয়েল, যা মূলত তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, বিক্রি হচ্ছে লিটারপ্রতি ৬০ টাকা দরে।
×