ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাবিতে ছাত্রলীগ কর্মীদের হাতে শিক্ষার্থী প্রহৃত

প্রকাশিত: ০৩:৫৯, ১ এপ্রিল ২০১৬

রাবিতে ছাত্রলীগ কর্মীদের হাতে শিক্ষার্থী প্রহৃত

রাবি সংবাদদাতা ॥ দলীয় কর্মীকে পেটানোর দুই দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এবার দুই সাধারণ শিক্ষার্থীকে ক্রিকেট ব্যাট ও স্টাম্প দিয়ে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বরে এই ঘটনা ঘটে। আহতরা হলেনÑ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ইসরাত হোসেন ইমন ও মোস্তাকিন রহমান। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) ৩৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ইবলিশ মাঠে ক্রিকেট খেলছিলেন। খেলার বিরতি চলাকালে ইমন ও মোস্তাকিনসহ কয়েরকজন পার্শ্ববর্তী নলকূপে পানি নিতে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে ছাত্রলীগ কর্মী মনিরুল ইসলাম তার বান্ধবীকে নিয়ে হাঁটছিলেন। মেয়ে বন্ধুর পাশ দিয়ে যাওয়া নিয়ে মনিরুলের সঙ্গে ইমন ও মোস্তাকিনের কথাকটাকাটি হয়। পরে পানি নিয়ে ফেরার পথে ছাত্রলীগ কর্মী মনিরুল, উপ-পাঠাগারবিষয়ক সম্পাদক রুবেলসহ কয়েকজন ব্যাট ও স্টাম্প দিয়ে তাদের দুজনকে বেধড়ক মারধর করে। পরে তাদের গুরুতর আহত অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়। কলাপাড়ায় অগ্নিকাণ্ড নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩১ মার্চ ॥ কলাপাড়ায় অগ্নিকা-ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি গোডাউন মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোরে পৌর শহরের সদর রোড এলাকায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি টিম ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে রতি রঞ্জন দাস কুট্টির ন্যাশনাল ইলেকট্রনিক্স, বনি আমিন এমিলির এমিলি টেলিকম সেন্টার, ইউনুস মিয়ার সুতার দোকান ও স্বপনের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন চলছে অবৈধভাবে গ্যাস ব্যবহার/গ্যাস কারচুপি রোধকল্পে কোম্পানির বিশেষ পরিদর্শন/সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রমের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধ লাইন অপসারণ/সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালিত হচ্ছে। উপযুক্ত কার্যক্রমের আওতায় সম্প্রতি ৩টি শিল্প, ৫টি বাণিজ্যিক, ২টি আবাসিকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং ৩টি অভিযানের মাধ্যমে বিভিন্ন ব্যাসের ৭,৩৩৫ ফুট অবৈধ বিতরণ পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন/ অপসারণ করা হয়।-বিজ্ঞপ্তি সান্তাহারে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৩১ মার্চ ॥ সান্তাহার জংশন স্টেশনের রেলওয়ে লেভেলক্রসিং গেটে, মোবাইল ফোনে কথা বলতে বলতে পথ চলার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৫৫) পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে সান্তাহার রেলওয়ে স্টেশনের লেভেলক্রসিংয়ের মাঝপথে রেললাইনের পাশ দিয়ে হেঁটে ওই ব্যক্তি মোবাইল ফোনে কথা বলতে বলতে স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় পার্বতীপুর থেকে খুলনাগামী ‘রকেট এক্সপ্রেস’ মেইল ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে প্রবেশ করছিল। ফরিদপুরে দুর্বৃত্তদের হামলায় আ’লীগ নেতা আহত নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩১ মার্চ ॥ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আইনজীবী বদিউজ্জামান বাবুল (৪৭) অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এয়ারএ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতালে) স্থানান্তর করা হয়েছে। পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদ শুরু চট্টগ্রামে ভার্সিটি ছাত্র খুন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে বেসরকারী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র সোহেল হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ৫ আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য চকবাজার থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। আগামী শনিবার তিনদিনের নিবিড় জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হবে। তবে যদি আসামিদের কাছ থেকে আরও কিছু তথ্য উদঘাটনের প্রয়োজন পড়ে তাহলে পুনরায় রিমান্ড আবেদন করার কথা রয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিবিএর ২৩তম বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৩১ মার্চ ॥ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০১৪ সালের এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এবার বাউবি’র এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ১ লাখ ২ হাজার ৩৫১ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২য় বর্ষে মোট ৪৬ হাজার ৭৮১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ৩৪ হাজার জন শিক্ষার্র্থী কৃতকার্য হয়। পাসের হার ৭৩ দশমিক ৪৬ ভাগ।
×