ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ব্যর্থতা

দল গঠন নিয়ে ওয়ার্নের ক্ষোভ!

প্রকাশিত: ০৬:০৪, ১ এপ্রিল ২০১৬

দল গঠন নিয়ে ওয়ার্নের ক্ষোভ!

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর টি২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়। মাত্র এক বছরের ব্যবধানে ঠিক যেন বিপরীতমুখী একটি দল হয়ে গেছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিততে পেরেছে তারা। মূলত দল গঠনের ক্ষেত্রে সঠিক সমন্বয় না থাকাতেই এমন ভরাডুবি হয়েছে অসিদের। এমনটাই দাবি করলেন কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। তিনি মনে করেন নির্বাচকদের ভুল পছন্দই গ্রুপ পর্ব থেকে অস্ট্রেলিয়ার বিদায়ের অন্যতম কারণ। মোহালিতে শেষ গ্রুপ ম্যাচে বাঁচা মরার লড়াই ছিল অসিদের। ভারতের বিপক্ষে সেই ম্যাচে হেরে যায় তারা। আগের ৫ টি২০ বিশ্বকাপের একবারও শিরোপা জিততে পারেনি অস্ট্রেলিয়া। ২০১০ সালে একবারই শুধু ফাইনাল খেলতে পেরেছিল দলটি। এবার তরুণ স্টিভেন স্মিথের নেতৃত্বে প্রথম শিরোপা জয়ের প্রত্যয় নিয়ে আসলে সেটা পারেনি অসিরা। এর পেছনে দল গঠনে অসামঞ্জস্যই দায়ী। এমন দাবি করে ওয়ার্ন বলেন, ‘প্রথমত, আমাদের দল নির্বাচনটাই আমার মতে ভুল ছিল। আমি মনে করি না যে সঠিক দলটাই পেয়েছিলাম আমরা। আমরা সবকিছুতেই ভজঘট পাকিয়ে ফেলেছি। প্রমাণিত তত্ত্ব হিসেবে যা দরকার সেটার সঙ্গে আমরা লেগে থাকতে পারিনি। সেজন্যই হয়ত আমরা তেমন ভাল খেলতে পারিনি, আর এটাই নির্মম সত্য।’ ওয়ার্ন মনে করেন উসমান খাজার তিন নম্বরে ব্যাটিং করা উচিত ছিল। কারণ ডেভিড ওয়ার্নার ও এ্যারন ফিঞ্চের উদ্বোধনী জুটিটা ভেঙ্গে দেয়া উচিত হয়নি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় না ওয়ার্নার ও ফিঞ্চের জুটি ভেঙ্গে দেয়াটা উচিত হয়েছে। আমার মনে হয় এটাই দলের ভারসাম্যে ক্ষতিসাধন করেছে। তারা উইকেটে থাকা বোলারদের জন্য অনেক বড় একটা ফ্যাক্টর। আর আমি কখনও ফিঞ্চকে একাদশের বাইরে থাকাটা কল্পনাও করতে পারি না। এটা অবশ্যই প্রমাণ করে না যে উসমান খাজাকে আমি গুরুত্ব দিচ্ছি না। কিন্তু ওই দু’জন বেশি ধ্বংসাত্মক।’ ওয়ার্নার খেলেছেন চার নম্বরে। আর খাজা-ওয়াটসন করেছেন ওপেনিং। ফিঞ্চ যখন দলে ফিরেছেন তিনি আর খাজা ওপেনিং করেছেন, মিডলঅর্ডারে চলে গেছেন শেন ওয়াটসন। এসবই দলের সমন্বয়টাকে নষ্ট করেছে এবং সংঘবদ্ধ করতে পারেনি দলকে। এমনটাই ওয়ার্নের দাবি। আর শেষ দুই ম্যাচে অলরাউন্ডার জন হ্যাস্টিংসকে বাদ দিয়ে জশ হ্যাজলউডকে দলে রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে ওয়ার্ন বলেন, ‘আমি মনে করি দলে যথেষ্ট মেধার উপস্থিতি আছে, অনেক দক্ষতার সমন্বয় আছে। তারা (নির্বাচকরা) ভেবেছেন যে সমন্বয় কোন বিষয় নয়, যে কোনভাবেই আমরা এগিয়ে যেতে পারব। কিন্তু আসলে সেটা হলো না। আমরা বাদ পড়ে গেলাম বাজে পরিকল্পনার জন্য।’
×