ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাদিক ইসলাম

কবিতা ॥ কয়েকটি হাইকু

প্রকাশিত: ০৭:০৯, ১ এপ্রিল ২০১৬

কবিতা ॥ কয়েকটি হাইকু

আবার বসন্ত শীত চলে যায় কে তা নিয়ে ভাবে কোকিল ডাকে বুনো বনের ধারে। বসন্ত রঙ করে দাও দালান কোঠা কারে অদ্ভুত রঙ মুখে মেখেছে বসন্তে রঙ লাগালো কে? তোমার মুখ তোমার মুখটা মলিন শীতের মাসে পা ফেলা দায় ঠাণ্ডা শীতল ঘাসে কী অপরূপ মুখটা তোমার হাসে মৃত্যু শুধু একটি পাতা গাছে ঝড় হবে এবার কোনো মাসে - পড়বে খসে মরা মরা ঘাসে; মৃত প্রায় ইঁদুর এক গোছা ধান কেটেছি তাই ফেলছো মেরে - তোমরা গাছ কাটো সারা বছর ধরে; বসন্ত শীত ভালোবাসি কুঁকড়ে মরা জীবন কোথায় যেন বসন্ত আবাহন। এই পাখি যা উড়ে যা পাখি শীতের নেই বাকি আসুক উড়ে পাখি- বসন্তে ডাকাডাকি; ভালোবাসা ভালোবাসি তাকে আমি যে ছেড়ে যায়- পানি নয় মাছ থাকে কাদায়; চলে যাওয়া ভাবনা কী আর যাওনা চলে ছেড়ে- নয়তো সময় নিবে তোমায় কেড়ে; হঠাৎ হঠাৎ করে পড়লো তোমায় মনে সেটা হবে কোনো চৈত্র মাস- হঠাৎ করে ভেসে এলো বাতাস; শব্দ কোনোখানে গুলির আওয়াজ কানে তালা দেয় প্রচ- বিস্ফারণ- মনে বাজে তোমার নূপুর; খিদা শব্দহীন রাতের মতো চলে গাড়ি দামী ফ্ল্যাটের পায় টাইলসের জুতো- নিয়ন বাতিটাকে পিঠা মনে হয়! তুমি তুমি আসবে বসে আছি হাজার বছর পার হয় দিন পার হয় রাত - তুমি দ্রুত হেঁটে যাও হাতে হাত; মৃত্যু ফুলদের দাম বাড়ে মরে গেলে কেউ কেউ তাকে নিয়ে লিখে কাব্য- সময় কই তাকে নিয়ে ভাব্বো! সে যাকে খুঁজে ফিরি অপরূপ তার মুখ- চাঁদ তার দিকে চেয়ে পায় সুখ; রাত দিন দিনের আছে অনেক লোক রাতটা জাগে একা; নেই মেট্রো রেলে মাছ জঙলে নেই গাছ মাঠে হাঁটে হাঁস। গান কতো চেঁচামিচি হয়না সেটা গান কোকিল এসে ভরিয়ে দিল মন। নীল আকাশ আকাশ নীল আমার কাছে আকাশ নীল অনেক দূরে ভাসে; প্রকৃতি প্রেমী প্রিয়তমা করে দিও ক্ষমা- যদি ফুল বেশি ভালোবাসি;
×