ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবরিনা সিরাজি তিতির

প্রিয় মানুষটি কি হঠাৎ বদলে যাচ্ছে?

প্রকাশিত: ০৭:১২, ১ এপ্রিল ২০১৬

প্রিয় মানুষটি কি হঠাৎ বদলে যাচ্ছে?

সব ঠিকঠাক মতোই চলছিল। হঠাৎ খেয়াল করলেন প্রিয় মানুষটি ঠিক স্বাভাবিক আচরণ করছে না। কখনো খুব বেশি চুপচাপ থাকছে। কারণ জিজ্ঞেস করলে, এড়িয়ে যাচ্ছে বা বলছে, এমনিতেই চুপ থাকতে ভাল লাগছে! কখনো আবার খুব খিটমিটে আচরণ করছে! সাধারণ যে কোন কথায় রেগে যাওয়া মানুষটিকে খুব অচেনা মনে হচ্ছে আপনার! এ নিয়ে বলতে গেলে সে আরও বেশি রেগে যাচ্ছে! অফিস ফেরত যে মানুষটি ঘরে ঢুকেই হাসিমুখে সারাদিনের খোঁজ করত সেই মানুষটি ঘরে ঢুকে নিজেকে গুটিয়ে নিচ্ছে। এমন পরিস্থিতি হতে দেখলে যে কেউই ঘাবড়ে যাবে বা চিন্তিত হবে! চেনাজানা মানুষটির কী হলো? কেন সে এমন আচরণ করছে? এ প্রশ্ন হয়রান করবে যে কাউকেই! দৈনন্দিন জীবনে এমন সময়ের মুখোমুখি হতে পারেন যে কেউ। তখন হয়রান না হয়ে একটু সময় নিয়ে বিষয়টি মোকাবেলা করতে হবে। প্রিয় মানুষটি চুপচাপ থাকতে চাইলে তাকে কিছু সময় একা থাকতে দিন। তারপর দু’কাপ চা বানিয়ে তার পাশে গিয়ে বসুন! বলুন, এসো চা খেতে খেতে কথা বলি! সে চা খেতে নাও চাইতে পারে। জোরাজুরি করবেন না! বরং বলতে পারেন, তোমার সঙ্গে বসে চা খাওয়াটা খুব ভাল লাগে আমার! সারাদিন তোমাকে পাই না! এই সময়টুকু একসঙ্গে কাটাতে বেশ ভাল লাগে! তখন মানুষটি হয়ত আপনার ভাল লাগাবার জন্য চা হাতে নেবে! শুরু হোক ছোট ছোট করেই। বিষয়টি এমন হতে পারে যে, সে আপনাকে সমস্যাটা শেয়ার করে হালকা হতে চায় বা আপনি দুশ্চিন্তা করবেন ভেবে একাই সমস্যার সমাধান করতে চায়! অথবা সে চায় নিজের মতো করে কিছুটা সময় একা কাটাতে। হতে পারে যে কোনটাই। প্রিয় মানুষটিকে চুপচাপ বা হতাশাগ্রস্ত দেখে অস্থির না হয়ে খুব শান্তভাবে বিষয়টি ভাববার চেষ্টা করুন। তার পাশে থাকুন। সে শেয়ার করতে না চাইলে জোর করবেন না। তাকে এটুকু বোঝাতে চেষ্টা করুন, যে কোন সমস্যায় আপনি তার পাশে আছেন। তার প্রতি আপনার পূর্ণ আস্থা আছে। আপনি বিশ্বাস করেন, সে অবশ্যই সমস্যা কাটিয়ে উঠবার ক্ষমতা রাখে। তাকে এমন সব ভরসার কথা বলুন! জেনে রাখুন, আপনার এই কথাগুলো টনিকের মতো কাজ করবে। মানুষ তার বিপদে আশ্রয় খোঁজে প্রিয় মানুষের কাছেই। সব সময় সে সেটা মুখ ফুটে বলতে পারে না। বা বলতে চায় না। চায় তার সঙ্গী তাকে বুঝে নিক! তার ওপর আস্থা রাখুক! এমন বুঝলে তার মনের জোর বেড়ে যাবে অনেকটাই। আর কে না জানি মনের জোর বাড়াবার ক্ষমতা নিজের সঙ্গীর চেয়ে কারও বেশি নেই। তাই প্রিয় মানুষটিকে বুঝবার চেষ্টা করুন! তাকে সময় দিন। তার পাশে থাকুন! ভরসা দিন! একসময় প্রিয় মানুষটি ঠিক সব সমস্যা কাটিয়ে উঠবে। তার নির্ভার মুখের দিকে তাকিয়ে যে ভাললাগা আপনাকে বলবে, পৃথিবীটা এত সুন্দর! সেই ভাল লাগার আর এক নাম ভালবাসা! যা আপনার আর আপনার সঙ্গীর জীবনটাকে এক মিহি সুতোয় বেঁধে রেখেছে! সম্পর্ক নামের সেই সুতো আগলে রাখতে হবে দু’জনকেই। কখনো সেই ভার আপনার, কখনো তা আপনার প্রিয় মানুষের! ভাল থাকুক ভালবাসা! ভাল থাকুক সম্পর্কগুলো! ভাল থাকুন সবাই!
×