ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তৌফিক অপু

যুগোপযোগী ফ্যাশন

প্রকাশিত: ০৭:১৬, ১ এপ্রিল ২০১৬

যুগোপযোগী ফ্যাশন

যে কারণে এখনও রাতে ঘুমোতে গেলে সাধের নকশীকাঁথাটি জড়িয়ে নেন অনেকে। ফ্যাশন হাউসগুলোও এমন আবহাওয়া মাথায় রেখে বাজারে নিয়ে এসেছে বিভিন্ন ফ্যাশনেবল ড্রেস।মূলত হাফসিøভ ড্রেস প্রাধান্য পেলেও কিছু কিছু ফুল সিøভও রয়েছে এ ফ্যাশনে। মানুষ তার কর্মব্যস্ত জীবনে এতটাই ব্যস্ত থাকে যে প্রকৃতির অমোঘ পরির্তন তার চোখ এড়িয়ে যায়। তারপরও কিছু কিছু ঋতু না চাইলেও চোখের সামনে ধরা দেয় অপূর্ব শোভা নিয়ে। তেমনি এক ঋতু বসন্ত। হাঁটতে-চলতে এক ধরনের স্বাচ্ছন্দ্যতা অনুভব করা যায়। কানে ভেসে আসে পাখির কলতান। চোখে পড়ে গাছে গাছে নতুন পাতা। এ যেন এক অন্যরকম পরিবেশ। মন মাতানো এক আবহাওয়া। তবে ধীরে ধীরে বৈশাখী তেজে প্রবেশ করছে। প্রকৃতি যেমন তার রূপ বদলায়। নতুন সাজে ও রঙে যেভাবে উদ্ভাসিত হয় ঠিক সেভাবেই আবর্তিত হয় ফ্যাশন। ঋতুর সঙ্গে সঙ্গতি রেখেই ফ্যাশনে আনা হয় পরিবর্তন। আসলে ফ্যাশনে ভেরিয়েশন থাকলে ক্রেতারাও তা ভালভাবে গ্রহণ করে। নাতিশীতোষ্ণ হাওয়ায় এ ধরনের পোশাক বেশ মানানসই। কটন, খাদি এন্ডি কটন কাপড়ই প্রাধান্য দেয়া হয়েছে হুডি শার্টের ক্ষেত্রে। ফতুয়ার ক্ষেত্রে প্যাটার্নটা ফতুয়ার মতোই শুধু কলারের সঙ্গে একটা হুডি সংযোজন করা হয়েছে। ছেলে অথবা মেয়ে উভয়ের জন্যই হাফসিøভ, ফুলসিøভ ড্রেস বেশ আরামদায়ক। টি-শার্ট, পলো শার্ট অনায়াসেই মানিয়ে যায় এ আবহাওয়ায়। মানুষ যতই ফ্যাশন সচেতন হয়ে উঠছে ততই বাড়ছে ফ্যাশন হাউসগুলোর সংখ্যা। যার ফলে সহজলভ্য হয়ে উঠেছে পোশাক পরিচ্ছদ। ইচ্ছে হলেই যুগোপযোগী পোশাকে সাজাতে পারেন নিজেকে। বসন্তের রেশ কাটিয়ে প্রতিটি ফ্যাশন হাউসেই চোখে পড়বে সময়োপযোগী পোশাক হুডি শার্ট, টি-শার্ট, ফতুয়া, পলো শার্ট ইত্যাদি। দামও ক্রয় সীমার মধ্যে। হুডি শার্ট পাওয়া যাবে ৫৫০ টাকা থেকে ১২৫০ টাকার মধ্যে। ফুলসিøভ টি-শার্ট ৩০০ টাকা থেকে ১৬০০ টাকা, হুডি ফতুয়া ৪০০ টাকা থেকে ৭৫০ টাকার মধ্যে পাওয়া যাবে। ক্যাম্পাসে টি-শার্ট কিংবা হুডি শার্ট বেশ মানানসই। মেয়েদের ক্ষেত্রে নীপ কটন কিংবা জয় সিল্কের সালোয়ার কামিজ ফতুয়া মানাবে তাছাড়া শাড়ির ক্ষেত্রে তাঁত, কোটা কাপড়, জামদানি শাড়ি কমফোর্টেবল। হালকা ঠা-াতেও যারা অভ্যস্ত নন তারা সন্ধের প্রস্তুতি আগে থেকেই নিতে পারেন। বৃষ্টিছটা মৃদু-মন্দ নির্মল হাওয়া মনটা জুড়িয়ে দেয়। এই হাওয়ার সঙ্গে পোশাকটাও যদি কমফোর্টেবল হয় তাহলে তো কথাই নেই। ফ্যাশনের আমেজে এ আবহাওয়াকে উপভোগ করার এই তো সময়। ছবি : রুদ্র ইউসুফ মডেল : জেরিন, শোভন ও আলিফ মেকআপ : পারসোনা পোশাক : লারিভ
×