ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ৫ হাজার কেজি জাটকা আটক

প্রকাশিত: ১৮:৪২, ১ এপ্রিল ২০১৬

মুন্সীগঞ্জে ৫ হাজার কেজি জাটকা আটক

স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সদর উপজেলার মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার কেজি জাটকা আটক করেছে কোস্টগার্ড। ভোলা থেকে ঢাকাগামী এমভি মাহিন রিফাত লঞ্চে শুক্রবার সকালে অভিযান চালিয়ে এই জাটকাগুলো জব্দ করা হয়। জাটকার বিশাল এই চালান আটকের তত্ত্বাবধানকারী কোস্টগার্ডের লে. কমান্ডার সায়ীদ এম কাসেদ জানান, ৫০টি ড্রামে ভর্তি করে এই জাটকাগুলো বাজার জাত করার জন্য ঢাকায় নেয়া হচ্ছিল। প্রাথমিক তথ্যমতে এই জাটকাগুলো ভোলা থেকে তোলা হয়েছিল। তবে মালিক না পাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, লঞ্চটির মাস্টার ও কেরানী পরিচয় গোপন করে যাত্রীদের সাথে মিশে গেছে। সুকানীকে চার্য করা হয়েছে। তিনিও লঞ্চের মাস্টার ও কেরানীকে খুজে দিতে পারেননি। লঞ্চটির যাত্রী বিশেস করে নারী ও শিশুদের কথা চিন্তা করে কাগজপত্র রেখে লঞ্চটি ছেড়ে দেওয়া হয়। কাগজপপরে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা ও গরীব-দুখীদের মাঝে বিতরণ করা হয়।
×