ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাজিতপুর ও কটিয়াদীর ২০ ইউপিতে ১৩টিতে আ’লীগ ও ৭টিতে অন্যান্য প্রার্থী বিজয়ী

প্রকাশিত: ২০:৪১, ১ এপ্রিল ২০১৬

বাজিতপুর ও কটিয়াদীর ২০ ইউপিতে ১৩টিতে আ’লীগ ও ৭টিতে অন্যান্য প্রার্থী বিজয়ী

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার বাজিতপুর উপজেলার ১১টি ও কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩টিতে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ, ৬টিতে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি ও একটিতে একজন স্বতন্ত্র প্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দিনভর ভোট শেষে রাতে নির্বাচন কমিশনের দেয়া সূত্র ফলাফল নিশ্চিত করেছে। বাজিতপুর উপজেলার ১১ ইউপির মধ্যে আ’লীগের বিজয়ী প্রার্থীরা হলেন-দিঘীরপাড় ইউনিয়নে আমিন মোঃ ফারুক, কৈলাগ ইউনিয়নে গোলাম কিবরিয়া, পিরিজপুর ইউনিয়নে জাফর ইকবাল জুয়েল, দিলালপুর ইউনিয়নে গোলাম কিবরিয়া নোভেল, গাজীরচর ইউনিয়নে মোঃ জুয়েল মিয়া, হিলচিয়া ইউনিয়নে মাজহারুল হক নাহিদ ও মাইজচর ইউনিয়নে তৈয়্যবুর রহমান। বিএনপি প্রার্থীরা হলেন-হালিমপুর ইউনিয়নে হাজী মোঃ কাজল ভূঁইয়া, হুমাইপুর ইউনিয়নে মোঃ মানিক মিয়া ও সরারচর ইউনিয়নে মোঃ মহসিন মিয়া। কটিয়াদী উপজেলার ৯ ইউপির মধ্যে আ’লীগের বিজয়ী প্রার্থীরা হলেন-বনগ্রাম ইউনিয়নে কামাল হোসেন মিলন, সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নে আবুল কাশেম আকন্দ, মুমুরদিয়া ইউনিয়নে সৈয়দুজ্জামান সৈয়দু, মসুয়া ইউনিয়নে ইদ্রিস আলী, লোহাজুরী ইউনিয়নে আতাহার উদ্দিন ভূঞা রতন ও জালালপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান রুস্তম। বিএনপির প্রার্থীরা হলেন-আচমিতা ইউনিয়নে মাহবুবুর রহমান বাচ্চু, করগাঁও ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী শরাফত লস্কর পারভেজ ও চাঁনপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাহতাব উদ্দিন।
×