ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জের আওয়ামীলীগ ৬ বিএনপির ২ প্রার্থী বিজয়ী

প্রকাশিত: ২১:৩৮, ১ এপ্রিল ২০১৬

সিরাজগঞ্জের আওয়ামীলীগ ৬ বিএনপির ২ প্রার্থী বিজয়ী

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত নির্বাচনে ৬টিতে আওয়ামীলীগ, ২টিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। অপরদিকে ৮নং কাওয়াকোলা ইউনিয়নের ব্যালট ছিনতাইয়ের অভিযোগে বড় কয়ড়া কেন্দ্র স্থগিত করা হয়েছে। এ উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ১০নং সয়দাবাদ ইউনিয়নের সীমানা সংক্রান্ত আইনী জটিলতায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। উপজেলা রিটার্নিং অফিসার ও সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজন চাম্মু গং বেসরকারীভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। বিজয়ীরা হলেন- ১নং রতনকান্দি ঃ এ ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী গোলাম মোস্তফা খোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২নং বাগবাটি ঃ এ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত জাহাঙ্গীর আলম ২৩ হাজার ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত আব্দুল আওয়াল পেয়েছেন ২ হাজার ৮৯০ ভোট। ৩নং বহুলী ঃ এ ইউনিয়নে বিএনপি মনোনীত রুহুল আমিন সরকার ৯ হাজার ৬৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ বিদ্রোহী গাজী আব্দুল বারী তালুকদার পেয়েছেন ৫ হাজার ৩০০ ভোট। ৪নং শিয়ালকোল ঃ এ ইউনিয়নে বিএনপি মনোনীত আব্দুল মান্নান ১০ হাজার ৩৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত গোলাম আজম তালুকদার বাবলু পেয়েছেন ৭ হাজার ৩৫৫ ভোট। ৫নং খোকশাবাড়ী ঃ এ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত রাশিদুল হাসান রশিদ মোল¬া ৭ হাজার ১৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মনজুর রহমান বকুল পেয়েছেন ৫ হাজার ৬১৮ ভোট। ৬নং ছোনগাছা ঃ এ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত শহিদুল আলম ১৭ হাজার ৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত আব্দুস সালাম পেয়েছেন ৩ হাজার ৫৬ ভোট। ৭নং মেছড়া ইউনিয়ন ঃ এ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত আব্দুল মজিদ মাষ্টার ৫ হাজার ৩৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত আলম সেখ পেয়েছেন ২ হাজার ৩৮৩ ভোট। ৯নং কালিয়া হরিপুর ঃ এ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মোঃ আব্দুস সবুর ৮ হাজার ২১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত আনিছুর রহমান আনিস পেয়েছেন ৮ হাজার ১৪৯ ভোট।
×