ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৪ দফা দাবিতে বিকেলে গণজাগরণ মঞ্চের নাগরিক সমাবেশ

প্রকাশিত: ২২:০৩, ১ এপ্রিল ২০১৬

৪ দফা দাবিতে বিকেলে গণজাগরণ মঞ্চের নাগরিক সমাবেশ

অনলাইন রিপোর্টার ॥ ‘খুন, ধর্ষণ, নিপীড়ন; রুখবে বাংলার জনগণ’ এই শ্লোগানে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তিসহ চারদফা দাবিতে আজ শুক্রবার সারাদেশে নাগরিক সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালিত হবে বিকাল তিনটায় শাহবাগে। এছাড়াও, চারদফা দাবিতে মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি আজ থেকেই শুরু হবে। সারাদেশে একযোগে চলবে গণস্বাক্ষর সংগ্রহের কাজ। গণস্বাক্ষর সংগ্রহের পর তা জাতীয় সংসদের স্পিকার বরাবর পেশ করা হবে। চার দফা দাবির মধ্যে রয়েছে- অবিলম্বে তনুর ধর্ষক ও হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে; হাইকোর্ট কর্তৃক প্রণীত ‘যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা’ বাস্তবায়ন করতে হবে; ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন করতে হবে; সকল নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার।
×