ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নাটোরের দুটি উপজেলায় ১১ ইউনিয়নে ১০টিতে আ’লীগ প্রার্থী বিজয়ী

প্রকাশিত: ২২:৪৩, ১ এপ্রিল ২০১৬

নাটোরের দুটি উপজেলায় ১১ ইউনিয়নে ১০টিতে আ’লীগ প্রার্থী বিজয়ী

নিজস্ব সংবাদদাতা, নাটোরর ॥ নাটোরের লালপুর উপজেলায় দ্বিতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) ১০ইউনিয়নের মধ্যে ৯টিতে আওয়ামীলীগ মনোনীত ও বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নে আ’লীগের ১জন বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, লালপুর উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত হওয়ায় ফলাফল ঘোষণা হয়নি।। চেয়ারম্যান পদে বিজয়ী প্রাথীরা হলেন, লালপুর ইউনিয়নের আবু বকর সিদ্দিক পলাশ, ঈশ্বরদী ইউনিয়নে আমিনুল ইসলাম, চংধুপইল ইউনিয়নে আবু আল বেলাল, আড়বাব ইউনিয়নে ইসাহাক আলী, বিলমাড়ীয়া ইউনিয়নে প্রার্থী মিজানুর রহমান মিন্টু, দুয়ারিয়া ইউনিয়নে নুরুল ইসলাম লাভলু, ওয়ালিয়া ইউনিয়নে আনিছুর রহমান মাস্টার, দুড়দুড়িয়া ইউনিয়নে আঃ হান্নান, কদিমচিলান ইউনিয়নে সেলিম রেজা মাস্টার। অন্যদিকে, বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের আ’লীগের বিদ্রোহী প্রার্থী আমজাদ হোসেন চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হন।
×