ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আ‘লীগের দুই গ্রুপের সংঘর্ষ ॥ ৭জন গুলিবিদ্ধসহ আহতÑ১৫

প্রকাশিত: ২২:৪৯, ১ এপ্রিল ২০১৬

আ‘লীগের দুই গ্রুপের সংঘর্ষ ॥ ৭জন গুলিবিদ্ধসহ আহতÑ১৫

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ নির্বাচন পরবর্তী সহিংসতায় মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে শুক্রবার বেলা ১০ টার দিকে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৭জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সানোয়ার হোসেন এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাহেব আলী নির্বাচনে অংশ গ্রহণ করে। নির্বাচনে আওয়ামীলীগের অপর বিদ্রোহী প্রার্থী অমিত হাসান কবিরের কাছে ওই দুইজনই পরাজিত হয়। এ নিয়ে বৃহষ্পতিবার রাত থেকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে শুক্রবার সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাহেব আলীর সমর্থকরা আওয়ামীলীগের প্রার্থী সানোয়ার হোসেনের সমর্থক বেলায়েত হোসেনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। এসময় বেলায়েত হোসেনের লোকজন হামলকারীদের উপর গুলি বর্ষণ করে। গুলিবিদ্ধ রফিক, কালাম ও হাসানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মাদারীপুর পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।”
×