ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নির্বাচন পরবর্তী সহিংসতায় দৌলতপুরে আহত-৫, আটক -১

প্রকাশিত: ২২:৫১, ১ এপ্রিল ২০১৬

নির্বাচন পরবর্তী সহিংসতায় দৌলতপুরে আহত-৫, আটক -১

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় কুষ্টিয়ার দৌলতপুরে নব নির্বাচিত ইউপি সদস্যের ওপর পরাজিত ইউপি সদস্য প্রার্থীরা হামলা চালিয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৩ রাউন্ড গুলি বর্ষন করেছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার হোসেনাবাদ বাজারে এ ঘটনা ঘটে। হামলা ও বাড়ি-ঘর ভাংচুরের ঘটনায় দৌলতপুর থানায় পৃথক অভিযোগ হয়েছে। হামলা ও ভাংচুরের বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার জানান, সকালে হোসেনাবাদ বাজারে বিজয়ী ও পরাজিত ইউপি সদস্যদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে সেখানে দৌলতপুর থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
×