ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংখ্যালঘুদের রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সৈয়দ আশরাফের

প্রকাশিত: ২২:৫৭, ১ এপ্রিল ২০১৬

সংখ্যালঘুদের রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সৈয়দ আশরাফের

অনলাইন রিপোর্টার ॥ সংখ্যালঘুদের রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্ততায় এ কথা বলেন। এবারের সম্মেলনের শ্লোগান ছিল ‘ধর্মীয় সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় রুখে দাঁড়াও’। সৈয়দ আশরাফ বলেন, সংখ্যালঘুরা নির্যাতিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে বসে থাকবেন, এটা ভাবার কোনো কারণ নেই। সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষা মানে জাতির অস্তিত্ব রক্ষা। তাদের অস্তিত্ব বিপন্ন করে আমিও নিরাপদ থাকবো এটা হতে পারে না। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। এছাড়াও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, মৎস ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব প্রমুখ বক্তব্য রাখেন।
×