ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ২ উপজেলার ১৫ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

প্রকাশিত: ২৩:৩০, ১ এপ্রিল ২০১৬

নেত্রকোনায় ২ উপজেলার ১৫ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নেত্রকোনার আটপাড়া উপজেলার সাতটি ইউনিয়নের প্রত্যেকটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপরদিকে মদন উপজেলার আটটি ইউনিয়নের তিনটিতে আওয়ামী লীগ, তিনটিতে বিএনপি মনোনীত এবং অপর দু’টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিতরা হলেনঃ আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নে ফেরদৌস রানা আঞ্জু (আ’লীগ), স্বরমুশিয়ায় আব্দুস সাত্তার (আ’লীগ), শুনইয়ে সানোয়ার হোসেন ছানু (আ’লীগ), লুনেশ্বরে মাহফুজুল ইসলাম শিরিন (আ’লীগ), তেলিগাতিতে জাহাঙ্গীর হাসান (আ’লীগ), দুওজে আব্দুস সেলিম মনি (আ’লীগ) ও সুখারীতে কফিল উদ্দিন খোকন (আ’লীগ)। মদন উপজেলার মদন সদর ইউনিয়নে বদরুজ্জামান খান মানিক (বিএনপির বিদ্রোহী), কাইটাইলে সাফায়েত উল্লাহ রয়েল (আ’লীগ), চানগাঁয়ে নূরুল আলম তালুকদার (বিএনপি), গোবিন্দশ্রীতে একেএম নূরুল ইসলাম ছদ্দু মিয়া (আ’লীগ), মাঘানে জিএম শামছুল আলম চৌধুরী (আ’লীগ), তিয়শ্রীতে ফকরউদ্দিন আহমেদ (বিএনপির বিদ্রোহী), নায়েকপুরে আতিকুর রহমান (বিএনপি) ও ফতেপুরে রফিকুল ইসলাম চৌধুরী (বিএনপি)।
×