ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ের দু’টি উপজেলার ১১টি ইউনিয়নের ফলাফল

প্রকাশিত: ২৩:৩১, ১ এপ্রিল ২০১৬

ঠাকুরগাঁওয়ের দু’টি উপজেলার  ১১টি ইউনিয়নের ফলাফল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও হরিপুর উপজেলার ১১টি ইউনিয়নে বৃহস্পতিবার ২য় ধাপে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত ৭ জন, বিএনপি সমর্থীত ১ জন ও স্বতন্ত্র প্রার্থী ৩ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান হলেন - ১নং গেদুরা ইউনিয়নে আব্দুল হামিদ (নৌকা), ২নং আমগাঁও ইউনিয়নে শামসুল হুদা (নৌকা), ৩নং বকুয়া ইউনিয়নে আবুল কাশেম বর্ষা (ধানেরশীষ), ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নে মনিরুজ্জামান (নৌকা), ৫নং হরিপুর ইউনিয়নে আতাউর রহমান মংলা (সতন্ত্র) ৬নং ভাতুরিয়া ইউনিয়নে শাহজাহান সরকার ( নৌকা)। রাণীশংকৈল উপজেলায় ৫টি ইউনিয়নে নির্বাচিতরা হলেন ১নং ধর্মগড় ইউনিয়নে শফিকুল ইসলাম মুকুল ( নৌকা ), ২নং নেকমরদ ইউনিয়নে এনামুল হক (স্বতন্ত্র), ৩নং কাশিপুর ইউনিয়নে আব্দুর রউফ নৌকা, ৪নং লেহেম্বা ইউনিয়নে আবুল কালাম (নৌকা), ৭নং রাতোর ইউনিয়নে আব্দুর রহিম (সতন্ত্র) । রাণীশংকৈল উপজেলায় ৫টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ছিলেন ১৮জন ও মোট ভোটর ৮৪ হাজার ৪শত ৫৪জন। হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ছিলেন ২৭জন ও মোট ভোটর ৯৭ হাজার ৪শত ৯১জন।
×