ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দানবীর রণদা প্রসাদ সাহাকে হত্যার তদন্ত শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

প্রকাশিত: ২৩:৪৯, ১ এপ্রিল ২০১৬

দানবীর রণদা প্রসাদ সাহাকে হত্যার তদন্ত শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর প্রধান তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুল হান্নান খান বলেছেন, ’৭১ এর ৭ মে কুমুদিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা এশিয়াখ্যত দানবীর রণদা প্রসাদ সাহাকে হত্যার তদন্ত শুরুর চেষ্টা চলছে। এ ঘটনার স্বাক্ষী যারা বেঁচে আছেন তাঁদের স্বাক্ষ্য নিয়ে দোষীদের বিরুদ্ধে মামলা করা হবে। তিনি শুক্রবার মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন। তিনি কুমুদিনী মিউজিয়ামে কল্যান সংস্থার পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি ও মির্জাপুর গ্রামের বাসিন্দা ঋষিকেষ সাহার কাছে দানবীর রণদা প্রসাদ সাহা ও তাঁর ছেলে ভবানী প্রসাদ সাহা রবিকে হত্যা এবং ’৭ মে মির্জাপুরে গণহত্যার বিবরণ শুনেন। এর আগে সকাল ১১টায় তিনি মির্জাপুর পৌছান। তিনি কুমুদিনী হাসপাতাল ও মেডিকেল কলেজ ঘুরে দেখেন। এসময় অন্যান্যদের মধ্যে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদিরা আখতার ও কুমুদিনী হাসপাতালের পরিচালক দুলাল চন্দ্র পোদ্দার উপস্থিত ছিলেন।
×