ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১০টি বাড়িতে অগ্নিসংযোগ ব্যাপক লুটপাট

প্রকাশিত: ০০:৩১, ১ এপ্রিল ২০১৬

নাটোরে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১০টি বাড়িতে অগ্নিসংযোগ ব্যাপক লুটপাট

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের লালপুরে বিজয়ী ইউপি মেম্বার প্রার্থীর সমর্থকরা পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, ৩০টি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ১০জন। শুক্রবার সকাল ১০টায় উপজেলার লালপুর ইউনিয়নের বাকনাই এবং খাঁ পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থরা জানায়, বৃহস্পতিবার লালপুর সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাকনাই কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে দুই মেম্বার প্রার্থী ইউসুফ ও হান্নান সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। নির্বাচনে মেম্বার প্রার্থী ইউসুফ হোসেন বিজয়ী হলে ওই ঘটনার জের ধরে শুক্রবার সকালে তার সমর্থকরা পরাজিত প্রার্থী হান্নানের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ১০টি বাড়িতে অগ্নিসংযোগ করে। এসময় ৩০টি বাড়ি, এবং দোকানপাটে ব্যাপক ভাংচুর চালায়। এছাড়া বাড়ি-ঘরের নগদ টাকা, গরু-ছাগল সহ আসবাবপত্র লুট করে নিয়ে যায় দুর্বত্তরা। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
×