ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজমিরীগঞ্জের ৫টি ইউনিয়নের ৩টিতে আওয়ামীলীগ ২টিতে বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ০১:০৬, ১ এপ্রিল ২০১৬

আজমিরীগঞ্জের ৫টি ইউনিয়নের ৩টিতে আওয়ামীলীগ ২টিতে বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের ভাটি উপজেলা আজমিরীগঞ্জের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ৩ টি এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ২ টিতে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। রাত সাড়ে ১২ টার দিকে উপজেলা রির্টানিং অফিসার কর্তৃক ঘোষিত বেসরকারী ফলাফলে বিজয়ী চেয়ারম্যানরা হলেন, আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও সংশ্লিস্ট উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল কদ্দুছ মিয়া (নৌকা), ৩নং জলসুখা ইউনিয়নে আওয়ামীলীগের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী ফয়েজ আহমেদ খেলু (মোটর সাইকেল), ৪নং কাকাইলছেও ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাজী নুরুল হক ভ’ইয়া ( নৌকা), ৫নং শিবপাশা ইউনিয়নে আওয়ামীলীগের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী আলী আমজাদ তালুকদার (নৌকা) ও ২নং বদলপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনেনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সুশেনজিত চৌধুরী (নৌকা)। এদিকে বিএনপি সহ অন্যান্য দলীয় প্রার্থীদের বিপুল ভোটে পরাজিত করে আওয়ামীলীগ সমর্থিত এবং বিদ্রোহী প্রার্থীরা ইউপি চেয়ারম্যান পদে বিজয় লাভ করায় সংশ্লিস্ট এলাকার নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে ছড়িয়ে পড়েছে আনন্দের বন্যা।
×