ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে প্রবল শিলা বৃষ্টি, শাকসবজি ও আমের গুটির ক্ষতি

প্রকাশিত: ০১:০৭, ১ এপ্রিল ২০১৬

লক্ষ্মীপুরে প্রবল শিলা বৃষ্টি, শাকসবজি ও আমের গুটির ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে ধমকা বাতাস ও প্রবল শিলা বৃষ্টিতে শাকসবজি ও আমের গুটির প্রচুর ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাতে সোয়া আট থেকে প্রায় বিশ মিনিট স্থায়ী শিলা বৃষ্টির তার সাথে ধমকা বাতাসে প্রচন্ড বেগে বয়ে লক্ষ্মীপুর হয়ে। পরে শুক্রবার ভোরেও প্রবল বেগে ধমকা বাতাস ও বর্ষন হয়। তবে শিলা বৃষ্টি বন্ধ হলে বৃষ্টি ঝরে প্রচন্ড বেগে কয়েক ঘন্টা। এতে প্রচুর আমের গুটি জরে যায় এবং উড়তি শাকসবজি, চীনা বাদাম ও সয়াবিনের প্রচুর ক্ষতিগ্রস্থ হয়। লক্ষ্মীপুর সদরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে উড়তি ছিছিঙ্গা, বেন্ডিসহ বিভিন্ন শাক সবজি বাতাম ও সয়াবিনের সবচেয়ে বেশী ক্ষতি সাধিত হয়। তবে আমনের পরে সব চেয়ে বড় ফসল সয়াবিনের অনেক ক্ষতি সাধিত হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। তবে কৃষি বিভাগ এ ব্যাপারে তাৎক্ষনিক কোনো পরিসংখ্যান দিতে পারেনি। একই সময়ে প্রচুর বজ্রপাতের ঘটনা ঘটলেও এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঝড়ের পরে শুক্রবার বিকেল প্রায় ৪টা পর্যন্ত জেলা সদরসহ অধিকাংশ স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে বিশুদ্ধ পানি সরবরাহে বিঘ্ন ঘটে। স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয়। সারাদিন সূর্য্যরে মুখ দেখা যায়নি। তাপমাত্রা ছিলো,স্বাভাবিকের চেয়ে অনেক কম। নবেম্বরের মতো ঠান্ডা বিরাজ করছে।
×