ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে অগ্নিকান্ডে ১৫টি ফ্লাটের ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ০১:৪৬, ১ এপ্রিল ২০১৬

কক্সবাজারে অগ্নিকান্ডে ১৫টি ফ্লাটের ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারে পুলিশ তদন্ত কেন্দ্রের পেছনে মোঃ আমিনের মালিকানাধীন আশা কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সততা ফোমের সত্বাধিকারী এরশাদ উল্লাহর তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান। ফোমের গুদামটি ওই বিল্ডিয়ের নিচ তলায় ছিল। আগুন ধরার সঙ্গে সঙ্গে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ ও স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পুরো ভবণ থেকে কুন্ডলী পেঁচিয়ে বের হতে থাকে কালো ধোঁয়া। আগুন লাগার প্রায় ১ ঘন্টা পর কক্সবাজার থেকে দমকল বাহিনীর গাড়ি এসে পৌছালেও ততক্ষণে জ্বলেপুড়ে সব মাল ও আসবাবপত্র ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে এনজিও আশার ক্ষুদ্র ঋণ পরিচালনার অফিস ও ১০-১৫টি ফ্লাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
×