ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁর আত্রাইয়ে গান্ধী আশ্রমে চুরি

প্রকাশিত: ০১:৪৬, ১ এপ্রিল ২০১৬

নওগাঁর আত্রাইয়ে গান্ধী আশ্রমে চুরি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ শুক্রবার ভোর রাতে নওগাঁর আত্রাইয়ের ঐতিহাসিক গান্ধী আশ্রমে বড় ধরনের চুরি সংঘটিত হয়েছে। গান্ধী আশ্রমের সাধারণ সম্পাদক ডা. নিরঞ্জন দাস জানান, প্রতিষ্ঠানে নব-নির্মিত মহাত্মা গান্ধী ও বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় (পিসি রায়) মেমোরিয়াল হলের তিনটি কক্ষের তালা ভেঙ্গে চোরেরা প্রায় ১২ হাজার টাকা মূল্যের মালামাল নিয়ে গেছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে একটি বৈদ্যুতিক স্ট্যান্ড ফ্যান, দামি কাপড়-চোপর ও কাঁচের আসবাবপত্র। শুক্রবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য গান্ধী আশ্রমের পৃষ্ঠপোষক মোঃ ইসরাফিল আলম ও গান্ধি আশ্রমের প্রধান উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ওহিদুর রহমান নিন্দা জ্ঞাপনসহ প্রশাসনকে দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। এব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুদ্দোজা ঘটনাস্থল পরিদর্শন করে এই প্রতিদেককে বলেন, এতবড় প্রতিষ্ঠানে কোন নৈশ্যপ্রহরী নেই। এটি কোন নেশাখোরদের কাজ। সেখানে নিরাপত্তার পাশাপাশি চুরির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
×