ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রায়পুরে দিনমজুরের বাড়ীতে হামলা-ভাংচুর, লুটপাট ॥ আহত- ৫

প্রকাশিত: ০১:৪৭, ১ এপ্রিল ২০১৬

রায়পুরে দিনমজুরের বাড়ীতে হামলা-ভাংচুর, লুটপাট ॥ আহত- ৫

সংবাদদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রভাবশালীরা এক দিন মজুরের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে। এসময় বাধা দেওয়ায় এক নারী সহ ৫জনকে পিটিয়ে আহত করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার চরপাতা গ্রামের দেওয়ান বাড়ীতে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। ক্ষতিগ্রস্থ আহত ফরিদা আক্তার জানান, তাদের সাথে একই গ্রামের শফিকুর রহমান গংদের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। শুক্রবার ওই বিরোধপূর্ন জমিটি দখল করতে আসে শফিকুর রহমানের নেতৃত্বে ১৫-২০ জনের স্বশস্ত্র লোকজন। এসময় বাধা দিলে বসতঘর ভাংচুর, লক্ষাধিক টাকার মালামাল লুটসহ সিরাজ দেওয়ান, ফরিদা আক্তারসহ ৫জনকে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন গুরুতর আহত ফরিদাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করে। এঘটনায় অভিযুক্ত সফিকুর রহমান জানান, সিরাজ দেওয়ান এতদিন আমাদের জমিটি দখল করে রেখেছে। হামলা, লুটপাট ও আহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে কেউ জানায়নি। ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×