ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তুরস্কে বোমায় সাত পুলিশ নিহত

প্রকাশিত: ০৪:০২, ২ এপ্রিল ২০১৬

তুরস্কে বোমায় সাত পুলিশ  নিহত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত দিয়ারবাকরি শহরে বোমা বিস্ফোরণে সাত পুলিশ নিহত হয়েছেন। একটি বাস স্টেশনে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি পাশ দিয়ে যাওয়া পুলিশ বহনকারী অপর একটি গাড়ির কাছে বিস্ফোরিত হলে পুলিশ সদস্যরা নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনেরও বেশি। খবর বিবিসির। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এই ঘটনাকে ‘সন্ত্রাসীদের’ হামলা বলে অভিযোগ করেছেন। তুর্কি সেনা বাহিনী ওই অঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্যদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। গেল বছরের জুলাইয়ে পিকেকে ও তুর্কি সরকারের মধ্যে চলা যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে যায়। আর এরপর থেকেই অঞ্চলটিতে সংঘাত-সহিংসতা বেড়ে গেছে। পিকেকের বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনীর ওপর প্রায়ই হামলা চালায়। আর তুর্কি নিরাপত্তা বাহিনীও কুর্দি অধ্যুষিত শহরগুলোতে পিকেকের সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন সফররত তুর্কি প্রেসিডেন্ট এরদোগান এই বোমা বিস্ফোরণের পর বলেন, ‘সন্ত্রাসী সংগঠনটি এই হামলার মাধ্যমে তাদের জঘন্য চেহারাই প্রকাশ করল।’ তিনি আরও বলেন, ‘আমরা আর সহ্য করব না। ইউরোপিয়ান দেশসমূহ এবং অন্যান্য রাষ্ট্র এসব হামলার মধ্য দিয়ে পিকেকেসহ অন্য সন্ত্রাসী সংগঠনগুলোর আসল চেহারা দেখতে পাবে বলে আমি আশা করি।’ এখনও পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
×