ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অতিরিক্ত ১০ হাজার সিরীয় শরণার্থী নেবে কানাডা

প্রকাশিত: ০৪:০৪, ২ এপ্রিল ২০১৬

অতিরিক্ত ১০ হাজার  সিরীয় শরণার্থী নেবে কানাডা

সিরিয়া থেকে অতিরিক্ত ১০ হাজার শরণার্থী নেয়ার ঘোষণা দিয়েছে কানাডা সরকার। ইতোমধ্যে কয়েক মাসে দেশটি ২৫ হাজারেরও বেশি সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। খবর ওয়েবসাইট। দেশটির অভিবাসন মন্ত্রী জন ম্যাককালাম বৃহস্পতিবার জার্মানিতে এসব কথা বলেন। বার্লিনে সিবিসি নিউজকে টেলিফোনে তিনি বলেন, ‘শরণার্থীদের পৃষ্ঠপোষকতার অংশ হিসেবে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা তাদের সাদরে গ্রহণ করব।’ ম্যাককালাম জার্মানিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। গেল মাসে প্রকাশিত এক জনমত জরিপে দেখা যায়, কানাডার অধিবাসীদের মধ্যে সিরীয় শরণার্থীদের গ্রহণ করার ব্যাপারে বিভক্তি রয়েছে। অভিবাস বিভাগের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছরের ২৮ মার্চ পর্যন্ত কানাডায় মোট ২৬,২০০ সিরীয় শরণার্থী এসে পৌঁছেছে। আরও ১৬ হাজারেরও বেশি আবেদন প্রক্রিয়াধীন কিংবা চূড়ান্ত হয়েছে। এসব আবেদনের মধ্যে এমনকি যেসব শরণার্থী এখনও এসে পৌঁছেনি তারাও রয়েছেন।
×