ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দর্শক মাতালেন ফারহান

প্রকাশিত: ০৪:১২, ২ এপ্রিল ২০১৬

দর্শক মাতালেন ফারহান

গৌতম পাণ্ডে ॥ বৃষ্টিকবলিত শেষ বিকেল। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শকের উপস্থিতির কমতি ছিল না। সবাই অধির হয়ে বসে আছে, কখন আসবেন তিনি, উপহার দেবেন সুন্দর সুন্দর গান। হঠাৎ মাইকে শোনা গেল সঞ্চালক বলছেন, আপনারা আসন ছেড়ে উঠলেই মঞ্চে আসবেন ফারহান! এই ঘোষণা দিয়েই বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় শুরু হলো ‘ফারহান লাইভ ইন ঢাকা কনসার্ট’। বলিউড তারকা ফারহান আখতার ঠিক তখনই মঞ্চে উঠলেন, যখন সত্যিই আসন ছেড়ে সবাই উঠে গেলেন মঞ্চের সামনে। বলিউডের সর্বগুণসম্পন্ন ব্যক্তি হিসেবে পরিচিত এই তারকা। ব্লুজ কমিউনিকেশনস আয়োজিত এ কনসার্টে যোগ দিতে তিনি ঢাকায় এসেছেন তাঁর গানের দল ‘ফারহান লাইভ’ নিয়ে। দলের সদস্য, শব্দ প্রকৌশলী আর ব্যবস্থাপকসহ দলে মোট ১৭ জন। নাচ-গান-কবিতায় ফারহান আখতার এতটা মুন্সিয়ানা দেখাবেন, এমনটা কেউই ভাবতে পারেননি। টানা দেড় ঘণ্টার পরিবেশনায় একবারের জন্যও ক্লান্ত মনে হয়নি রক অন তারকাকে। পুরো মঞ্চজুড়ে নাচ, উচ্চলাফ তো ছিলই। বাদ রাখেননি শরীরচর্চাও। ফারহান তাঁর কবিতা ‘জিন্দা হো তুম’ দিয়ে শুরু করেন তাঁর পরিবেশনা। মঞ্চের পেছন থেকে কবিতার লাইনগুলো আবৃত্তি করে শ্রোতা-দর্শকদের আরও উদগ্রীব করে তোলেন তিনি। কবিতা শেষে মঞ্চে উঠেই নিজের জনপ্রিয় কিছু গান করেন। তিনি বলেন, প্রথমবার এলাম বাংলাদেশে। একটাই চাওয়া, আপনাদের এই উচ্ছ্বাসটাই দেখতে চাই প্রতিটি গানের সময়। এরপর একে একে গেয়ে যান তাঁর পরিচালিত লক্ষ ছবির গান ‘ম্যায় অ্যায়সা কিউ হু’, ‘টেনশন কিউ লেতে হো’, ‘সেনোরিটা’, ‘রক অন’সহ আরও অনেক। গানের মাঝে মাঝে কবিতা আবৃত্তিও চলছে। গানের সঙ্গে নাচ ও সেলফি তোলা চলছে সমানতালে। চারদিক থেকে ‘রক অন’ গানটির অনুরোধ আসছে। কিন্তু সেদিকে ভ্রƒক্ষেপ নেই তার। ইশারায় বোঝালেন এবার একটু ক্লান্তবোধ করছেন। কিন্তু এ কী! বিশ্রামের পথে না হেঁটে, মঞ্চে উপুড় হয়ে বুক ডন দিতে শুরু করলেন ‘ভাগ মিলখা ভাগ’এর নায়ক! একটি দুটি নয়, কমপক্ষে ৪০-৪৫টি বুক ডন দিয়েছেন। এই দৃশ্য সরাসরি উপভোগ করে অনেকেই বিস্মিত। গান থামিয়ে একসময় শ্রোতাদের জানান, তাঁর নিজের উদ্যোগে চালু করা ক্যাম্পেইন ‘মার্ডম্যান এ্যাগেইনস্ট রেপ এ্যান্ড ডিসক্রিমিনেশন’, ‘হি ফর সি’র উদ্যোগে নিজের সম্পৃক্ততার কথা শ্রোতাদের জানিয়ে এ বিষয়ে লেখা নিজের একটি কবিতা শোনান তিনি। এ রকম গান আর কবিতায় বাড়তে থাকে রাত। গুণী গীতিকার ও লেখক জাবেদ আখতার ও হানি ইরানির ছেলে ফারহান মাত্র ১৭ বছর বয়সে সহকারী পরিচালক হিসেবে বলিউডে ক্যারিয়ার শুরু করেন। তাঁর পরিচালিত ছবির মধ্যে আছে দিল চাহতা হ্যায়, ডন ও ডন-২। ফারহান আখতার অভিনীত আলোচিত ছবির মধ্যে আছে রক অন, জিন্দেগি না মিলেগি দোবারা, ভাগ মিলখা ভাগ। ফারহানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ওয়াজির। মুক্তির অপেক্ষায় আছে প্রযোজক ফারহানের ছবি শাহরুখ খান অভিনীত রাইজ। আর অভিনেতা ফারহানকে শীঘ্রই দেখা যাবে রক অন টু ছবিতে।
×