ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ট্রাক খাদে ॥ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৪:৪২, ২ এপ্রিল ২০১৬

রাজধানীতে ট্রাক খাদে ॥ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁওয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শেরেবাংলানগর এলাকা থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। রাজধানীর খিলগাঁওয়ে নন্দিপাড়া এলাকায় আমুলিয়া জোড়া ব্রিজের মাঝে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। ট্রাক মালিক জয়নাল জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে রামপুরা দিয়ে আসছিলেন। পথে খিলগাঁওয়ের আমুলিয়া জোড়া ব্রিজের মাঝে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায়। এ সময় শ্রমিক তারিকুল গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তারিকুলের মৃত্য হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারিকুলের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অস্ত্রসহ অপরাধী গ্রেফতার ॥ রাজধানীর শেরেবাংলানগরের সমাজসেবা অধিদফতরের সামনে থেকে মোঃ মাসুদ রানা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে তিন রাউন্ড গুলিভর্তি একটি অত্যাধুনিক বিদেশী পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। র‌্যাব-২-এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি মারুফ আহমেদ জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-২-এর গোয়েন্দা টিম শেরেবাংলানগর থানাধীন সমাজসেবা অধিদফতরের উত্তর পার্শে¦ আগারগাঁও নিউ কলোনি কবরস্থানের গেটের সামনে রাস্তার সামনে থেকে মোঃ মাসুদ রানাকে আটক করা হয়। এ সময় তার পকেট থেকে গুলিভর্তি ওই অস্ত্রটি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃত মাসুদ জানায়, দীর্ঘদিন ধরে সে অস্ত্র ব্যবসার সাথে জড়িত। সে বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ আসামি।
×