ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কার্বাইড ও ফরমালিনে সয়লাব চাঁপাইনবাবগঞ্জ

আম বাজারজাতে ফরমালিন মজুদ

প্রকাশিত: ০৪:৪৫, ২ এপ্রিল ২০১৬

আম বাজারজাতে ফরমালিন মজুদ

স্টাফ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ ॥ আবারও কার্বাইড, ফরমালিনসহ এ ধরনের ক্ষতিকর রাসায়নিক উপাদান মজুদ শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে। আম মৌসুম সামনে রেখে এক ধরনের অসাধু ব্যবসায়ী ও চোরাকারবারি এসব অবৈধ রাসায়নিক মজুদ শুরু করেছে। কারণ এপ্রিলের শেষ নাগাদ ও পুরো মে মাসে আম পাড়া ও বাজার জাত শুরু হবে। তাই এসব অবৈধ কেমিক্যাল ব্যবসায়ী ও চোরাকারবারি বাজার ধরতে তৎপর হয়ে উঠেছে। বিশেষ করে শিবগঞ্জ ও ভোলাহাটের প্রত্যন্ত বিচ্ছিন্ন অঞ্চলে এসব মজুদ করা হচ্ছে। এতদিন এরা মুকুল রক্ষা ও গুটি তত্ত্বাবধানে বৈধ রাসায়নিক স্প্রে করার নামে ভারত থেকে নানা ধরনের কেমিক্যাল সরবরাহ করে আসছিল। যদিও এখানকার আমচাষীরা স্থানীয়ভাবে বৈধভাবে নানা ধরনের কেমিক্যাল ও কীটনাশক পানিতে মিশিয়ে স্প্রে করে আসছিল। সেই সুযোগে একশ্রেণীর কীটনাশক ব্যবসায়ী চোরাকারবারিদের মাধ্যমে নানা ধরনের কেমিক্যালের চুটিয়ে ব্যবসা করেছে এতদিন। যদিও ইতোমধ্যেই চাঁপাইনবাবগঞ্জের আমকে রাসায়নিক মুক্ত রাখতে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসমূহ নানা মুখী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তারপরেও অবৈধ কেমিক্যাল চোরাকারবারিরা থেমে নেই।
×