ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে গত মাসে ৪৫ নারী-শিশু সহিংসতার শিকার

প্রকাশিত: ০৪:৪৬, ২ এপ্রিল ২০১৬

রাজশাহীতে গত মাসে ৪৫ নারী-শিশু সহিংসতার শিকার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মার্চ মাসে ৪৫ নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। বেসরকারী সংস্থা এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টের (এসিডি) জরিপ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। শুক্রবার ওই সংস্থার পাঠানো প্রতিবেদনে বলা হয়, মার্চ মাসে রাজশাহী জেলায় ৪৫ নির্যাতিত নারী-শিশুর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১৯ জন। হত্যার ঘটনা ঘটেছে ২টি। আর নির্যাতনের কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে ১২টি। এছাড়া নির্যাতনের শিকার হয়েছেন পাঁচ নারী ও শিশু। অন্যদিকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে ২টি। এর বাইরে যৌতুকের দাবিতে স্ত্রীর পায়ের রগ কর্তন ছাড়াও বাড়িতে আগুন দেয়ার মতো ঘটনাও ঘটেছে।
×