ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে অনিয়ম

প্রকাশিত: ০৪:৪৮, ২ এপ্রিল ২০১৬

এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে অনিয়ম

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১ এপ্রিল ॥ মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বিতরণের জন্য প্রত্যেকের কাছ থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা নেয়া হয়েছে। নানা খাতের কথা বলে প্রবেশপত্র আটকে এ টাকা আদায় করা হয়। কেন্দ্র ফি মাত্র তিন শ’ টাকা নির্ধারিত থাকলেও বাড়তি টাকা আদায়ে কোন রাখঢাক নেই। শিক্ষার্থী এবং অভিভাবকরা এখানকার অধ্যক্ষসহ কতিপয় শিক্ষকের কাছে জিম্মি হয়ে পড়েছেন। এখানে এ বছর পরীক্ষার্থী সংখ্যা ১১০। এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, শুধু বনভোজনের জন্য মাথাপিছু আদায় করা হয়েছে ৫০০ টাকা। অথচ বনভোজন হয়নি। কোন শিক্ষার্থী প্রতিবাদ করছে না পরীক্ষা চলাকালে তাদের রোষানলে পড়ার ভয়ে। তবে অধ্যক্ষ কালিম মাহমুদ জানান, প্রবেশপত্র বাবদ এক টাকাও নেয়া হয় না। শুধুমাত্র কেন্দ্র খরচ বাবদ বিভিন্ন খাতে কিছু টাকা নেয়া হচ্ছে। একই দশা কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের। তবে এখানে সর্বোচ্চ এক হাজার ৩শ’ টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ কলেজটিতে আবার মূল্যায়ন পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীপ্রতি ২শ’ টাকা নেয়া হয়। এখানে পরীক্ষার্থী রয়েছে ১শ’ ৯৩ জন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিএম সাইফুর রহমান খান জানান, প্রবেশপত্র ফ্রি। যাদের বেতন এবং কেন্দ্র ফি বাকি রয়েছে তাদের টাকাই কেবল নেয়া হচ্ছে। এক অভিভাবক নিশ্চিত করেছেন, তাকে এক হাজার ৫শ’ টাকা দিতে হয়েছে মেয়ের প্রবেশপত্র সংগ্রহ করতে। একই অবস্থা আলহাজ জালাল উদ্দিন কলেজে।
×