ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্যাটসম্যানদের প্রশংসা ইংলিশ কোচের

প্রকাশিত: ০৪:৫৩, ২ এপ্রিল ২০১৬

ব্যাটসম্যানদের প্রশংসা ইংলিশ কোচের

স্পোর্টস রিপোর্টার ॥ প্রশংসাই প্রাপ্য ইংলিশ ব্যাটসম্যানদের। দুর্দান্ত ফর্মে আছেন তারা। এবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হাইস্কোরিং ম্যাচে হার দিয়ে শুরু করেছিল ইংল্যান্ড। উভয় দলেরই সেটি ছিল বিশ্বকাপ শুরুর ম্যাচ। আবার তারাই মুখোমুখি- শিরোপা যুদ্ধের শেষ ম্যাচে। পুরো আসরেই ব্যাটসম্যানদের দুর্দান্ত নৈপুণ্যে এতদূর এসেছে ইংল্যান্ড। সে কারণে দলের সহকারী কোচ পল ফারব্রেসও প্রশংসা করলেন দলের ব্যাটসম্যানদের। দুই বছর আগে ফারব্রেসের অধীনে শ্রীলঙ্কা টি২০ বিশ্বকাপ জিতেছিল। আর ইংলিশদের বর্তমানে বোলিং কোচ হিসেবে দায়িত্বে থাকা ওটিস গিবসন ২০১২ সালে প্রধান কোচ হিসেবে ক্যারিবীয়দের শিরোপা জিতিয়েছিলেন। ইংল্যান্ডের প্রধান কোচ ট্রেভর বেলিস বিশ্বাস করেন যে তিনজন মিলে এবার দলকে টি২০ শিরোপা জয় করাতে সক্ষম হবেন। তবে নিজেদের দক্ষতার কারণে নয়, ফারব্রেস মনে করেন দলের ক্রিকেটাররাই এমন সাফল্য এনে দিয়েছে। এ বিষয়ে ফারব্রেস বলেন, ‘এটা দারুণ একটা বিষয়। সর্বশেষ কয়েকটি ফাইনালেই আমরা তিনজন ছিলাম, কিন্তু এবারের কৃতিত্বটা আমাদের কারও নয়। ক্রিকেটাররা দারুণ প্রদর্শনী দেখিয়েছেন। রবিবারও তাদের ওপরই সবকিছু নির্ভর করবে। কলকাতার ফাইনাল খেলার ক্ষেত্রে তারাই অধিকার রাখে কৃতিত্ব পাওয়ার।’ নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে শুরু হয়েছিল ইংল্যান্ডের অভিযান। সে ম্যাচেও ইংলিশ ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করেছে। কিন্তু একাই ক্রিস গেইল দুর্দান্ত এক ইনিংস খেলে জিতিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু ফারব্রেসের দাবি- সেই ম্যাচটার পর নিজেদের খেলার অনেক উন্নতি হয়েছে ইংল্যান্ডের। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা সবসময়ই বলেছি যে প্রথম ম্যাচ হারের পর প্রতিটি খেলা আমাদের জন্য হয়ে গেছে সেমিফাইনাল। ক্রিকেটাররা সেই চাপের সঙ্গে মানিয়ে নিয়েছে। যেসব লোকেরা হিসেবের খাতা থেকে বাদ দিয়ে রেখেছিলেন সেটার সঙ্গেও মানিয়ে ভাল খেলেছে। অনেকেই বলেছিলেন ভারতের মাটিতে অভিজ্ঞতা আর অজানা নিয়ে খেলতে আসাতে ইংল্যান্ডের তেমন কিছু করার নেই। কিন্তু এসবকিছু পেছনে ফেলেই তারা দিনের পর দিন আরও ভাল নৈপুণ্য দেখিয়ে গেছে। এখন আমাদের কাজ রবিবার আসার আগ পর্যন্ত ছেলেদের শান্ত রাখা এবং বোঝানো যে চমৎকার একটি সুযোগ এসেছে সেটা কাজে লাগাতে হবে।’
×