ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রিমিয়ার লীগ শুরু ২০ এপ্রিল!

প্রকাশিত: ০৪:৫৪, ২ এপ্রিল ২০১৬

প্রিমিয়ার লীগ শুরু ২০ এপ্রিল!

স্পোর্টস রিপোর্টার ॥ টানা ৫ মাস কোন আন্তর্জাতিক ক্রিকেট নেই বাংলাদেশ দলের। আইসিসির ভবিষ্যত ট্যুর পরিকল্পনা অনুসারে এমনটাই আপাতত দেখা যাচ্ছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর মধ্যেই দুয়েকটি সিরিজ আয়োজনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ঘরোয়া ক্রিকেট আয়োজনের দারুণ সুযোগ পাওয়া গেছে এই দীর্ঘ বিরতিতে। তাই জাতীয় দলের ক্রিকেটাররা দীর্ঘ ব্যস্ততা কাটিয়ে খুব কমই সময় পাচ্ছেন বিশ্রাম নেয়ার। আগামী ২০ এপ্রিল শুরু হতে পারে দেশের সবচেয়ে বড় ক্রিকেট আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ। যদিও এ তারিখটি চূড়ান্ত হয়নি। কিন্তু এর আগেই ‘প্লেয়ার বাই চয়েস’ পদ্ধতিতে ক্লাবগুলো ক্রিকেটারদের নিবন্ধন করাতে পারবেন। সেই তারিখটি ১০ এপ্রিল। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আগেই জানিয়েছেন, ২০ এপ্রিলের মধ্যে দেশের সবচেয়ে জনপ্রিয় ও জমজমাট এই ক্রিকেট আসরের আয়োজন শুরু করা সম্ভব হবে। আগামী ১০ এপ্রিল ২০১৫-১৬ মৌসুমের প্রিমিয়ার লীগের প্লেয়ার বাই চয়েজ অনুষ্ঠিত হবে। ক্লাবগুলো এ পদ্ধতিতে নিজেদের পছন্দমতো খেলোয়াড় দলভুক্ত করতে পারবে। প্লেয়ারদের ‘বাই চয়েস’ ক্যাটাগরিও চূড়ান্ত হয়ে গেছে। এ প্রসঙ্গে জালাল ইউনুস জানিয়েছেন, আগের থেকে ক্যাটাগরিতে একটু পরিবর্তন এসেছে।
×