ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভাইকিংসের সন্ধান

প্রকাশিত: ০৫:৫২, ২ এপ্রিল ২০১৬

ভাইকিংসের সন্ধান

উত্তর আমেরিকায় এক হাজার বছরের বেশি সময় আগে ভাইকিংসদের আগমন নিয়ে তত্ত্ব প্রচলিত রয়েছে সে বিষয়ে কিছু নমুনা পাওয়া গেছে বলে সম্প্রতি কয়েকজন অভিযাত্রী জানিয়েছেন। প্রচলিত ধারণা হলো ভাইকিংসরা প্রচ- সাহসী লোমশ একদল মানুষ যারা ভাগ্যান্বেষণে ইউরোপ থেকে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে মেরু অঞ্চল হয়ে উত্তর আমেরিকায় প্রবেশ করেছিল। ভাইকিংসরা আসলেই এসেছিল কি না তা নিয়ে রহস্যের অবশ্য এখনই অবসান ঘটছে না। একে মূলত সাহিত্যের উপজীব্য বিষয় বলে গণ্য করা হয়ে থাকে। মার্কিন প্রতœতত্ত্ববিদ সারাহ পেরেকের নেতৃত্বে ক্ষুদ্র একটি অভিযাত্রী দল সম্প্রতি নিউ ফাউন্ডল্যান্ডের বিশাল এলাকা জুড়ে সাইকেলে চড়ে ঘুরে বেরিয়ে আসে। বন্য প্রাণীর আক্রমণ ঠেকাতে তারা ব্যবহার করেন পেপার স্প্রে। তারা কিছু প্রাচীন শিলালিপি ও পশুর চামড়ার ওপর লেখা কিছু প্রতœ নিদর্শন পেয়েছেন যা ভাইকিংসের ধারণাটিকে আরও জোরদার করেছে। ভাইকিংসদের আদিনিবাস ফ্রান্সের নর্মান্ডি এলাকা। সেখান থেকে উত্তরে গিয়ে আমেরিকা মহাদেশে ঢোকে বলে ধারণা করা হচ্ছে। ভাইকিংসদের আগমনের তত্ত্বটি প্রথম প্রকাশিত হয় ১৯৬০ সালে। এরপর এ নিয়ে অনেক লেখালেখি ও গবেষণা চলেছে।Ñবিবিসি
×