ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কালকিনিতে চিকিৎসা সেবার পরিবর্তে ভাগ্যে জুটছে গলাধাক্কা

প্রকাশিত: ১৯:১১, ২ এপ্রিল ২০১৬

কালকিনিতে চিকিৎসা সেবার পরিবর্তে ভাগ্যে জুটছে গলাধাক্কা

নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর) ॥ চিকিৎসা সেবা নিতে এসে মাদারীপুরের কালকিনি উপজেলার বেসরকারি এনজিও সংস্থা ডেমিয়েন ফাউন্ডেশনের টিএলসিএ কর্তৃক নাছিমা বেগম নামের এক অসহায় যক্ষ্মা রোগীকে লাঞ্জিত করা হয়েছে। এ ঘটনায় তিব্র নিন্দা প্রকাশ করেছেন সুশিল সমাজ ও রোগীর স্বজনরা। এ বিষয় উপজেলা প.প. কর্মকর্তা বরাবর শনিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই রোগীর পরিবার। এ ব্যাপারে রোগী নাছিমা বেগম জানান, আমি রোগের কথা তাকে পুনরায় অবগত করতে আসলে আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বেড় করে দেয়া হয়। এ ব্যাপারে মানবাধিকার কর্মী মোঃ নেছার উদ্দিন বলেন, রোগী নাছিমার সঙ্গে যে ঘটনা ঘটেছে এটা সম্পুর্নরুপে ন্যাক্কার জনক। আমার এ ঘটনার তিব্র নিন্দা জানাই। এ অভিযুক্ত মনিকা হালদার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পুর্ন ভিত্তিহীন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভোলানাথ বশাকের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুনেছি আমার কাছে অভিযোগ দিয়েছে। আমি ট্রেনিংয়ে আছি।
×