ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় দুই কলেজ এইচএসসির প্রবেশপত্রের অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

প্রকাশিত: ২১:২৩, ২ এপ্রিল ২০১৬

নেত্রকোনায় দুই কলেজ এইচএসসির প্রবেশপত্রের অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার খালিয়াজুরি উপজেলার দু’টি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র (এডমিট কার্ড) বিতরণ বাবদ মাত্রাতিরিক্ত হারে ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কলেজ দু’টি হচ্ছেÑ খালিয়াজুরি কলেজ ও কৃষ্ণপুর হাজী আলী আকবর ডিগ্রি পাবলিক মহাবিদ্যালয়। ওই দু’ কলেজের পরীক্ষার্থীরা জানায়, প্রবেশ পত্র বিতরণ বাবদ খালিয়াজুরি কলেজের পরীক্ষার্থীদের কাছ থেকে ৮শ টাকা এবং কৃষ্ণপুর হাজী আলী আকবর ডিগ্রি পাবলিক মহাবিদ্যালয়ের পরীক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার টাকা করে আদায় করছে কলেজ কর্তৃপক্ষ। অথচ জেলার অন্যান্য কলেজ কর্তৃপক্ষ প্রবেশপত্র বাবদ ফি নিচ্ছে মাত্র এক থেকে দু’শ টাকা। জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান জানান, প্রবেশপত্র বাবদ এত টাকা নেয়ার কোন নিয়ম নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আগমীকাল রবিবার থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।
×