ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় নবম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

প্রকাশিত: ২১:৪৯, ২ এপ্রিল ২০১৬

গাইবান্ধায় নবম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

নিজস্ব সংবাদদতা, গাইবান্ধা ॥ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আজ শনিবার গাইবান্ধা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও অটিজমের উপর মুভি প্রদর্শন। এ উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এম.এস.এম আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, নির্বাহী অফিসার মো. আশরাফুল মমিন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফারুক হোসেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ। এর আগে একটি র‌্যালী স্বাধীনতা প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
×