ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

প্রকাশিত: ২১:৫৮, ২ এপ্রিল ২০১৬

নীলফামারীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ ’কর্মসংস্থানঃ অটিজম সম্পন্ন ব্যক্তির অগ্রাধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীতে বিশ্ব নবম অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও সমাজ সেবার যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাকীর হোসেন। জেলা সমাজ সেবার অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জাকির হোসেন খান, সিভিল সার্জন আব্দুল রশিদ প্রমুখ।অপর দিকে দুপুর ১২টায় সিভিল সার্জন অফিসের হল রুমে দিবসটি পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
×