ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ও স্কুল পর্যায়ে পরিস্কার পরিছন্নতা অভিযান শুরু

প্রকাশিত: ২১:৫৯, ২ এপ্রিল ২০১৬

নীলফামারীতে কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ও স্কুল পর্যায়ে পরিস্কার পরিছন্নতা অভিযান  শুরু

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ সফল করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ ও নীলফামারী পৌরসভার পৃথক আয়োজনে স্কুল পর্যায়ে পরিস্কার পরিছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ শনিবার থেকে এই অভিযান শুরু করা হয়। কৃমি নিয়ন্ত্রন শাখা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সহযোগীতায় এই অভিযান চলবে আগামী ৭ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত। জেলার ২৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের তিন লাখ ৮৪ হাজার ৫ থেকে ১২ বছর বয়সি শিক্ষার্থী শিশুদের কৃষিনাশক ট্যাবলেট সেবন করানো হবে। এ জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১৫ জন করে চার হাজার ৪৫৫ জন ক্ষুদে ডাক্তার নিয়োগ করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ও স্কুল পর্যায়ে পরিস্কার পরিছন্নতা অভিযানে জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের নগর দারোয়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করে সিভিল সার্জন আব্দুর রশিদ।
×