ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুর সীমান্তে বন্যহাতির আক্রমনে নিহত ১

প্রকাশিত: ২৩:২২, ২ এপ্রিল ২০১৬

শেরপুর সীমান্তে বন্যহাতির আক্রমনে নিহত ১

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে বন্যহাতির পায়ে চাপায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের নকশি গারোপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। রাংটিয়া ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা কবির হোসেন জানান, ভারতের মেঘালয় রাজ্যের বন্য এলাকা থেকে একদল বন্য হাতি ঝিনাইগাতী গারো পাহাড়ে নেমে আসে। ওই সময় নকশি গারো পাহাড়ে একজন হাতির পায়ের চাপায় ঘটনাস্থলেই মারা যান। ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির লাশ ঝিনাইগাতী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, মৃত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলে ঝিনাইগাতী থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করে বেওয়ারিশ লাশ হিসেবে তাঁকে দাফন করা হবে।
×